শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রথমেই বলে রাখা দরকার তামাক জাতীয় দ্রব্যের দাম বাড়লেও নিত্য প্রয়োজনীয় বহু দ্রব্যের দাম অনেকটা কমেছে। বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) নতুন জিএসটি (GST) হার ঘোষণা করেছেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর করা হবে। মধ্যবিত্তদের জন্য বড় সুখবর! এ বার থেকে দু’টি হারে জিএসটি কার্যকর হবে— ৫ এবং ১৮ শতাংশ। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্তর ছিল, তা তুলে দেওয়া হল। কিছু পণ্যকে রাখা হয়েছে ৪০ শতাংশ হারের বিশেষ তালিকায়। নতুন ব্যবস্থায় কোন কোন পণ্যের দাম বাড়ল? সস্তা হল কী কী? এক নজরে সেই দিকটা দেখে নেওয়া যাক।
{link}
* দুধ, ছানা, পনির, রুটি ও পাউরুটির উপর আগে ৫ শতাংশ জিএসটি ছিল। সেই কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।
* জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং ২০ লিটারের পানীয় জলের বোতলের উপর থেকেও জিএসটি ১২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫ শতাংশে।
* মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম ও জিলেটিনের মতো খাদ্যপণ্যে এতদিন ১৮ শতাংশ জিএসটি ধার্য ছিল। সেটি এখন কমিয়ে করা হয়েছে মাত্র ৫ শতাংশ।
{link}
* এ ছাড়া, যাবতীয় জীবনবীমা ও স্বাস্থ্যবীমার উপর থেকে জিএসটি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
* এ ছাড়াও ক্যান্সার সহ ৩৩ টা নিত্য প্রয়োজনীয় ওষুধের উপর GST ১২ শতাংশ থেকে কমিয়ে শূন্য ও ৩টি ওষুধ ৫ শতাংশ থেকেই কমিয়ে শূন্য করা হয়েছে। স্বাভাবিক কারণেই অর্থমন্ত্রীর এই পদক্ষেপে খুশি আম জনতা।
{ads}