header banner

Bangladesh : বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২১ জুলাই ধর্মতলা মঞ্চ থেকে বাংলাদেশীদের অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)। তিনি বলেন, 'বাংলাদেশ নিয়ে কিছু বলব না। ওটা আলাদা দেশ। যা বলবে ভারত সরকার (Government of India) বলবে। তবে আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে তাহলে আমরা নিশ্চিত ভাবে আশ্রয় দেব।' তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি (BJP)।

{link}

বিজেপি স্পষ্ট করে বলে, মুখ্যমন্ত্রীর এই কথা সংবিধান বিরোধী। তসর পরেই বাংলাদেশের (Bangladesh) পক্ষ থেকে মমতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ঢাকার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্ররোচিত হতে পারে জঙ্গিরা। তিনি যে মন্তব্য করেছেন, সেটা প্ররোচনামূলক। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মিথ্যা কথা বলেছেন মমতা (Mamata Banerjee)। এই নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে বাংলাদেশ সরকার নিজেদের আপত্তির কথা জানিয়েছে।

{link}

এবার BSF প্রকাশ করলো সাম্প্রতিক ঘটনা চলা কালীন কতজন মানুষ বাংলাদেশ থেকে ভারতে এসেছে। BSF এর পরিসংখ্যান বলছে,বিগত চার দিনে বিভিন্ন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ৪৩১৫ জন। তাঁদের মধ্যে বাংলাদেশিও আছেন। বিএসএফ জানিয়েছে, বিগত চার দিনে সীমান্ত অতিক্রম করে ভারতে এসেছেন ৪১ জন বাংলাদেশি। এছাড়াও বাংলাদেশে পড়াশোনা করা ১ হাজারেরও বেশি নেপালি নাগরিক ভারতে এসেছেন। ভুটান, মলদ্বীপের কিছু নাগরিকও বাংলাদেশ থেকে এসেছেন ভারতে। কানাডার ১ জন নাগরিকও এই সময়ালে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন।

{ads}

News Breaking News Mamata Banerjee Politics Politician CM West Bengal PM Modi BJP India Bangladesh BSF Government of India Quota Andolon সংবাদ

Last Updated :