header banner

২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত দেশে, সংখ্যা পেরোলো দেড় লাখ, মৃতের সংখ্যা ৮৩৯

article banner

একদিনে করোনা আক্রান্তের রেকর্ড দেশে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযাই, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছেন। এবং এর বেশিরভাগটাই মহারাষ্ট্রে । মহারাষ্ট্র ছাড়াও উদ্বেগজনক পরিস্থিতি পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে। ১ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫-এ গিয়ে দাঁড়িয়েছে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা । অন্যদিকে একদিনে এই মারণ ভাইরাসে প্রকোপে প্রাণ হারালেন ৮৩৯ জন। দেশে মোট মৃতের সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ২৭৫ জন। এবং আশঙ্কার কথা এই যে এই সংখ্যা আগের দিনের থেকে অনেকটাই বেশি। লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রয়েছেন ১১ লক্ষ ৮ হাজার ৮৭ জন। স্বাভাবিক ভাবেই ক্রমাগত আসতে থাকা দিনের সাথেই উদ্বেগ বাড়িয়ে চলেছে দেশের করোনা পরিস্থিতি। জীবনে স্বাভাবিক ছন্দ ফিরে এলেও মানুষের চারপাশ ঘিরে ধরছে অদৃশ্য আতঙ্ক। শেষ কোথায়? মিলছেনা প্রশ্নের উত্তর। বাড়ছে চিন্তা, প্রসস্ত হচ্ছে কপালে চিন্তার ভাঁজ। 

{ads}

Corona Covid-19 Covid Situation Covid Vaccination Covid Vaccine Covid Situation India Covid News Corona Virus COvid active cases Covid Deaths News India West Bengal

Last Updated :