শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারতে আবার বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের (Covid 19) সংক্রমণ। বিশেষ করে মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, কেরল ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে সংক্রমণ বৃদ্ধির চিত্র দেখা যাচ্ছে। চিকিৎসকদের মতে, এটি ওমিক্রনের একটি নতুন ভ্যারিয়েন্ট।
{link}
এই ভ্যারিয়েন্টটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আক্রান্তদের মধ্যে সাধারণত হালকা উপসর্গ দেখা যাচ্ছে, যেমন মাথা ব্যথা, গলা খুসখুসে, জ্বর, সর্দি, পেটব্যথা বা পাতলা পায়খানা। বেশিরভাগ রোগী চার দিনের মধ্যেই সেরে উঠছেন। নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ উজ্জ্বল পারাখ জানিয়েছেন, এই ভাইরাস দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে।
{link}
নতুন ভ্যারিয়েন্ট তৈরি হলেই সংক্রমণ আবার বাড়তে শুরু করে। তাঁর মতে, করোনার এই প্রকারভেদ প্রতি কয়েক মাস অন্তর অন্তর রূপ পরিবর্তন করে ফিরে আসবে এবং মাঝে মাঝে সংক্রমণের হার বাড়াবে। কিন্তু এতে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার মতো কোনও অবস্থা নেই।
{ads}