header banner

ভিক্টোরিয়া তাজমহল সহ সমস্ত স্মৃতিসৌধ বন্ধ ১৫ই মে পর্যন্ত, জমায়েত রুখতে সিদ্ধান্ত কেন্দ্রের

article banner

করোনার দ্বিতীয় স্ট্রেন ভয়াবহ প্রভাব বিস্তার করেছে পৃথিবীর বিভিন্ন দেশে। তার থাবা থেকে নিস্তার পায়নি ভারতবর্ষও। কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতে কার্যত কালঘাম ছুটে যাচ্ছে ভারত সরকারের। প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। প্রতিদিনের আক্রান্তের সংখ্যা পেরিয়েছে লাখ, মৃতের সংখ্যাও প্রতিনিয়ত হাজারের গন্ডি পার হচ্ছে। কোভিডের দাপটে ক্রমশ আরও আশঙ্কাজনক হয়ে উঠছে দেশের পরিস্থিতি। 

{link}


সেই পরিস্থিতির দিকেই নজর রেখে জমায়েত এড়াতে আজ ফের কয়েকটি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন স্মৃতিসৌধ। আপাতত বন্ধ থাকবে ১৫ই মে পর্যন্ত। যাদুঘর থেকে শুরু করে বিড়লা মিউজিয়াম, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং তাজমহল- এএসআই এর অধীনে থাকা সব কটি ঐতিহাসিক স্থাপত্যের দরজা দর্শকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমস্ত ঘুরে বেড়ানোর বা দর্শনের স্থান যেখানে জনসমাগম হয় সেই স্থানগুলি বন্ধ থাকলে কিছুটা সংক্রমন কমবে বলে আশাবাদী কেন্দ্র। 


অন্যদিকে আজই সাংবাদিক বৈঠক রয়েছে রেল কতৃপক্ষের। চলতি অবস্থার উপর লক্ষ্য রেখে আবারও নতুন করে কোন সিদ্ধান্ত গ্রহন করতে পারে রেল বোর্ড। আজকেই হয়ত সাংবাদিক বৈঠকে বড় কোন ঘোষনাও করতে পারে রেল। পরিস্থিতি ক্রমশ আবারও সেই লকডাউনে দিকেই গড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজ্যের বহু মানুষ। 
{ads}

Cororna Virus Covid-19 Covid Situation in India Victoria Memorial Taj Mahal News Covid News Fight Against Covid Covid Vaccination India West Bengal News

Last Updated :