header banner

SIR: জমা পড়েছে বিস্তর অভিযোগ! এবার কমিশনের মতামত জানতে চাইল শীর্ষ আদালত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: SIR নিয়ে বেশ কয়েকটা অভিযোগ জমা পড়েছে আদালতে। তারই প্রেক্ষিতে এবার নড়ে বসেছে শীর্ষ আদালত। আবেদনের প্রেক্ষিতেই এবার কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্য, রাজনৈতিক দল যার বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। পরবর্তীতে একে একে আদালতে এসেছে কেরল, সেই রাজ্যের সিপিএম-সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল সেই মামলা। মূলতঃ এসআইআর-এর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়েই দায়ের হয়েছে নতুন এই আবেদনগুলি।

{link} 

  এদিন সেই মামলাগুলি শুনতে সম্মতি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করে আদালত। মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর। তবে শুধু কেরল সরকার নয়, উত্তরপ্রদেশের বারাবাঁকির কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়াও এসআইআর স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলাতেও নির্বাচন কমিশনের জবাব চেয়েছেন বিচারপতিরা। তবে এই মামলায় শুনানির তারিখ এখনও ঠিক হয়নি।

{ads}

SIR News SIR Process High Court Election Commission of India SIR Update SIR Process News Bengali News সংবাদ এসআইআর আদালত

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article