header banner

দৈনিক রিপোর্টে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, রাজ্যে পূর্ন লকডাউনের সম্ভাবনা কতোটা ?

article banner

রাজ্যে সদ্য সমাপ্ত হয়েছে বিধানসভা নির্বাচন। নির্বাচনের মধ্যের সময় থেকেই উঠতে শুরু করেছিল করোনার গ্রাফ। দেশ সহ রাজ্যে হুহু করে বাড়তে শুরু করেছিল আক্রান্তের সংখ্যা। কিছুদিন আগেই আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল ৪ লক্ষ্যের গণ্ডি। নিত্য দিনেই ওঠা নামা চলছে করোনার দৈনিক গ্রাফে। কোনদিন তা নামছে সামান্য স্বস্তি জাগিয়ে আবার তার পরের দিনেই আবার হুহু করে বেড়ে উঠছে। এই একই চিত্র পুনঃরাবৃত্তি হয়ে চলেছে দেশে বেশ কিছুদিন ধরে। শেষ ২৪ ঘন্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮২ হাজার ছাড়িয়েছে। প্রান হারিয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। 

{link}
বুধবারের দৈনিক রিপোর্টে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শেষ পরিসংখ্যান অনুযাই, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসের কবলে পড়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবারের পরিসংখ্যানে এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৮ হাজারের কাছাকাছি। শেষ ২৪ ঘন্টায় ভাইরাসের আঘাতে একদিনে প্রাণ হারিয়েছেন ৩৭৮০ জন। কিন্তু এসবের মাঝেই স্বস্তি জাগাচ্ছে দৈনিক সুস্থতার হার দেশে শেষ পরিসংখ্যান অনুযাই  একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন। এই মুহূর্তে দেশে অ্য়াকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ১৮৮ । দেশের বেশ কিছু রাজ্যে যেমন দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয়েছে লকডাউন। রাজ্যে আংশিক ভাবে চলছে লকডাউন। আজকে শপথগ্রহন করার পর মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন বা নতুন কোন ঘোষনা করেন কি না সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। সেই দিক থেকে অনেকেই বলছেন পূর্ন লকডাউনেই  বাঁচার রাস্তা, অন্যদিকে আবার অনেকের মতে সম্পূর্ন লকডাউন হলে রাজ্যে ফের ভেঙে পড়বে অর্থ ব্যাবস্থা। এখন সবটাই পরিস্থিতির উপর লক্ষ্য রেখে অপেক্ষা করা, এছাড়া আর কিছুই করার উপায় নেই।  

{ads}
 

Covid-19 coronavirus Covid-19 situation in India Covid-19 update 5th May News West Bengal India কোভিড করোনা ভাইরাস News

Last Updated :