header banner

শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত ১,১৭,৩৫৩; মৃতের সংখ্যা ১১৮৫, দেশে রেকর্ড ভাঙা অব্যাহত করোনা সংক্রমনের

article banner

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কার্যত নাজেহাল অবস্থা ভারতবর্ষের। প্রতিদিন রেকর্ড ভেঙে নতুন করে রেকর্ড তৈরি হচ্ছে দেশে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে করোনার দ্বিতীয় ঢেউ সামলানো ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া শেষ রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন মানুষ। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের। যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় হাজারেরও বেশি। শেষ ২৪ ঘন্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৩০২ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৪৩। এখনও পর্যন্ত কোভিড টিকা পেয়েছেন দেশের ১১ কোটি ৭২ লক্ষেরও বেশি মানুষ কিন্তু তা সত্ত্বেও সংক্রমণ রোখা সম্ভবপর হয়ে উঠছে না।

{link}


প্রথম স্ট্রেন-এর ধাক্কা কিছুটা সামলে উঠে ধীরে ধীরে টীকাকরনের মাধ্যমে স্বাভাবিক ছন্দে ফিরছিল ভারত। এহেন সময়ের ফের দ্বিতীয় বিলিতি স্ট্রেন তার প্রভাব বিস্তার করতে শুরু করতেই অস্বস্তিতে ভারত। আর এবারের সংক্রমন রিতীমত প্রতিদিন একটা করে নতুন রেকর্ড গড়ছে। আনলক পর্বে একাধিক অসাবধানতার কারনেই আজ আবারও এই পরিস্থিতির সম্মুখীন দেশের মানুষ? স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন। আরও একবার প্রবল আতঙ্কের আবহ ফিরছে শহরবাসী সহ রাজ্যবাসী ও দেশবাসীর মনে। 

{ads}
 

Covid-19 Covid Vaccine Covid Vaccination Corona Virus Covid News Covid Situation in India Covid Second Strain Covid Situation India News West Bengal India

Last Updated :