header banner

দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার, ফের বিভীষিকাময় পরিস্থিতি ফেরার আশঙ্কা!

article banner

গত বছরে এই সময়েই কার্যত নিজের প্রভাব দাপটের সঙ্গে বাড়াতে শুরু করেছিলে করোনা ভাইরাস। হয়েছিল লক ডাউন পর্বের শুরু, অদৃশ্য মারন ভাইরাসের বিশ্বজুড়ে মানুষ দেখেছিল মৃত্যুর তান্ডব। সেই সময় মানুষের মনে আশার আলো ছিল একটাই, হয়ত বছর ঘুরে সবটাই ঠিক হয়ে যাবে হয়ত পুরোনো ছন্দে ফিরবে স্বাভাবিক জনজীবন। পরিস্থিতি যাচ্ছিলও অনেকটা সেই দিকেই। আনলক পর্ব ও ভ্যাকসিনের সাথেই ধীরে ধীরে প্রভাবও কমে আসছিল করোনার। কিন্তু বছর ঘুরতেই ফের ঘুরে ফিরে আসছে সেই এক বছর আগের বিভীষিকাময়য় দিনগুলি।

{link}


কোভিডের সেকেন্ড ওয়েভে ফের বিপর্যস্ত হওয়ার পথে জনজীবন। যেভাবে করোনা আক্রান্তের গ্রাফ যে গতিতে উপরের দিকে ধাবমান হয়েছে তাতে লক্ষাধিক হয়ে ওঠা বর্তমান সময়ে শুধু সময়ের অপেক্ষা। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩ হাজারের কাছাকাছি। বর্তমান সময়ে করোনার দাপট সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, এছাড়াও গুজরাট, পাঞ্জাব তামিলনাড়ু সহ প্রায় সমস্ত রাজ্যেই নিজের প্রভাব বৃদ্ধি করেছে এই মারন ভাইরাস। 

{link}

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানের মতে শেষ ২৪ ঘণ্টায় দেশে ৯৩ হাজার ২৪৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে বেশ কয়েক হাজার বেশি এবং স্বাভাবিক ভাবেই বিপুল চিন্তার বিষয়। এখন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লক্ষ ৮৫ হাজার ৫০৯ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রান হারিয়েছেন ৫১৩ জন। দুর্ভাগ্যবশত এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটাই বেশি। তাৎপর্যপূর্ণভাবে দেশের পজিটিভিটি রেট গত কয়েকদিনে ৪.১১ শতাংশ থেকে বেড়ে ৪.৪৮ শতাংশ হয়ে গিয়েছে। যা আরও বিপুলভাবে চিন্তা বাড়িয়ে তুলছে স্বাস্থ্যমন্ত্রকের।
{ads}

Covid-19 Corona Virus Covid Situation Covid News Covid Positive Cases India Maharashtra Health Wealth Lockdown India Covid Situation News Kolkata West Bengal India

Last Updated :