header banner

দৈনিক করোনা সংক্রমনে বিশ্বরেকর্ড গড়া অব্যাহত ভারতে, তরতরিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

article banner

ধীরে ধীরে আসতে থাকা দিনের সাথে করোনা যুদ্ধে ক্রমশ অসহায় হয়ে পড়ছে সাধারন মানুষ। একদিকে লাগামহীন সংক্রমন অন্যদিকে ভয়াবহ ভাবে বাড়তে থাকা মৃত্যুর পরিসংখ্যান সবদিক থেকেই ক্রমশ করোনা ভাইরাসের সামনে নাজেহাল অবস্থা হয়ে পড়ছে দেশের। বৃহস্পতিবার একদিনে সর্বাধিক করোনা সংক্রমনের রেকর্ড গড়েছিল ভারত, আক্রান্ত হয়েছিলেন প্রায় ৩ লক্ষ্য ১৪ হাজারের কাছাকাছি মানুষ। শুক্রবারের রিপোর্টে নিজের করা রেকর্ডই নিজেই ফের ভেঙে দিল ভারত। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ্য ৩৩ হাজারের কাছাকাছি মানুষ। সেই সাথে আগের মতোই রেকর্ড হারে বেড়ে চলেছে মৃতের সংখ্যাও। 

{link}
শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযাই পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ১৭ হাজার বেশি। দুর্ভাগ্যের বিষয় এই সংখ্যাটাও দেশ এবং গোটা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু ঘটেছে ২ হাজার ২৬৩ জনের। এই সংখ্যাটাও গত দিনের থেকে বেশ কিছুটা বেশি। অর্থাৎ নিত্যদিনের সাথেই ভারতে জাঁকিয়ে বসছে এই মারণ ভাইরাস। এর পাশাপাশি পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১,৯৩,২৭৯ জন। সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেকটা কম। যার ফলে অ্যাকটিভ কেসের সংখ্যাও বৃদ্ধিলাভ করছে তরতরিয়ে। পরিস্থিতি ভয়াবহ! ভয়ঙ্কর রকমের ভয়াবহ… 
{ads}

Covid-19 Coronavirus Covid update covid exclusive news covid report covid situation in India West Bengal News

Last Updated :