header banner

দৈনিক সংক্রমণ পেরোলো ৪ লক্ষ্য, একদিনে সুস্থতার হারে রেকর্ড

article banner

দেশে করোনার বর্তমান ছবি একদিকে দেশের মানুষের মধ্যে গড়ে তুলছে ভয়ের ছবি আবার অন্যদিকে একইভাবে প্রদান করছে লড়াই করার শক্তি ও সাহস। শনিবারের করোনা রিপোর্টে দেশের ছবিটা অনেকটা এইরকমই। একদিকে আকাশছোঁয়া হারে বেড়ে দৈনিক সংক্রমন পার হয়েছে চার লক্ষ। আবার একইভাবে একদিনে শেষ ২৪ ঘন্টায় দেশে করোনার সাথে যুদ্ধে জয়ী হয়ে করোনামুক্ত হয়েছেন প্রায় তিন লক্ষ মানুষ।

{link}
শনিবার সকালে দেওয়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযাই, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যে সংখ্যাটা আগের দিনের থেকে প্রায় ১৬ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। করোনার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম মৃত্যু সাড়ে ৩ হাজার পেরল। এবং তার সাথে দেশ ও সারা বিশ্বে প্রথমবার কোন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পার করল চার লক্ষ। 

{link}
উল্টোদিকে দৈনিক সুস্থতার হারেও রেকড়ড়দ গড়ে দেশে শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৯৮ জন। সংখ্যাটা এই সময়ের নিরিখে দৈনিক আক্রান্তের সংখ্যা থেকে অনেকটা কম হলেও বর্তমানের রেকর্ড। যার ফলে দৈনিক সুস্থতার হারের ছবি দেখেও আক্রান্তেরা লড়ে জয়ী হয়ে ফেরার সাহস পাবেন। রাশিয়া থেকে ভারতে শনিবার ভ্যাকদসিন এসে পৌঁছেছে। লড়ছে দেশ লড়ছে দেশবাসী। জয় আসবেই, রয়েছে বিশ্বাস… 
{ads}

Covid-19 Coronavirus Covid-19 update covid-19 situation in India News West Bengal India করোন আপডেট সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article