header banner

চলতি সময়ে প্রথমবার নিম্নমুখী দৈনিক সংক্রমন, সাময়িক স্বস্তিতে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হার

article banner

শেষ কয়েকদিনে শুধু করোনা সংক্রমন বাড়তে থাকার ভয়াবহ চিত্রের সাক্ষী থেকেছে ভারতবাসী। তার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে মৃত্যুমিছিলও। কিন্তু চলতি সময়ে এই প্রথমবার নিম্নমুখী হল করোনা আক্রান্তের গ্রাফ। সোমবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া রিপোর্টে জানানো হয়েছিল শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৩ হাজারেরও বেশি। আর মঙ্গলবার সকালে দেওয়া স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের দেওয়া রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২ লক্ষ্ ৫৯ হাজার ১৭০ জন। কিন্তু অন্যদিকে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৭৬১ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট বলি ১ লক্ষ ৮০ হাজার ৫৩০ জন। তার সাথে চিন্তা বাড়াচ্ছে লাফিয়ে বাড়তে থাকা অ্যাকটিভ কেস।

{link}
গত বেশ কয়েকদিন ধরেই দেশে করোনা আক্রান্তের তরতরিয়ে ঊর্ধ্বমুখী রূপ ধারন করেছে। চলতি বছর ৫ এপ্রিল প্রথমবার ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা পেরিয়েছিল এক লক্ষের গণ্ডি। আর সপ্তাহখানেকের মধ্যেই তা ২ লক্ষ টপকে যায়। কিন্তু আজকের এই নিম্নমুখী গ্রাফ কিছুটা হলেও সাময়িক স্বস্তি প্রদান করবে সাধারন মানুষকে। বর্তমানে দেশে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতির উপর লক্ষ্য রেখে দেশজুড়ে করোনার নয়া তাণ্ডব রুখতে টিকাকরণের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। একইসঙ্গে ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে করোনা ভ্যাকসিন দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। টিকার সরবরাহ সচল রাখতে আজ সন্ধে ৬টায় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
{ads}

Covid-19 Covid cases in India Covid situation in India Coronavirus covid news covid cases daily update News active cases India

Last Updated :