header banner

আক্রান্তের সাথে এবার রেকর্ড মৃত্যুমিছিল, একদিনে মৃত ১৬১৯ জন, আক্রান্ত ২,৭৩,৮১০

article banner

এতোদিন একের পর এক রেকর্ড ভেঙে বেড়ে চলেছিল করোনা আক্রান্তের সংখ্যা, এবার তার সাথে পাল্লা দিয়ে শুরু হল মৃত্যুমিছিল। রেকর্ড ভাঙার খেলা অব্যাহত সোমবার সকালেও। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় ২ লক্ষ্য ৭৩ হাজার ৮১০ জন নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবারের রিপোর্টের থেকে যা প্রায় ১৩ হাজারের বেশি। এবং দুশ্চিন্তার কথা এই যে এই সংখ্যাটা এখনও পর্যন্ত দেশের সর্বকালের সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় দেশে মারণ ভাইরাসের আঘাতে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের, এই সংখ্যাটাও বর্তমান সময়ের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। পরিসংখ্যান বলছে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয় মৃত্যু ঘটেছে ১ লক্ষ্য ৭৮ হাজার ৭৬৯ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হয়ে দঁড়িয়েছে ১ কোটি ৫০ লক্ষ ৬১ হাজার ৯১৯। 


স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে ভয়াবহতার সমস্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে রি মারণ ভাইরাস।আক্রান্তের সাথে সাথে এবারে বাড়তে রেকর্ড হারে বাড়তে শুরু করেছে মৃতের সংখ্যাও। যে হারে দেশের পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস বাড়ছে, তাতে খুব দ্রুত ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থার। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশের মতো রাজ্যে করোনার ছবি ভয়াবহ। প্রবল অস্বস্তির মধ্যে রয়েছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, বিহার সহ বাংলা। খুব দ্রুতই লকডাউনের সম্ভবনা।  
 

Covid-19 Covid Update Corona Virus News 19th April Covid-19 Situation in India Covid Attack Covid Deaths News West Bengal Kolkata India

Last Updated :