header banner

ভয়াবহ আতঙ্কের মাঝেই সাময়িক স্বস্তি, নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার

article banner

অনবিরত আতঙ্কের আবহের মধ্যেই এবার সামান্য স্বস্তির খবর, পরপর কয়েকদিন টানা রেকর্ড হারে বৃদ্ধি হওয়ার পর মঙ্গলবারের পরিসংখ্যানে করোনার গ্রাফের চিত্র সামান্য নিম্নমুখী। কার্যত এই প্রবল আতঙ্কের মধ্যে সামান্য স্বস্তি দেবে মানুষকে। সোমবারের পরিসংখ্যানে দেশে করোনা আক্রান্তের পরিসংখ্যান ছাড়িয়েছিল সাড়ে তিন লক্ষ্য। সেই তুলনায় মঙ্গলবারের পরিসংখ্যানে সংখ্যাটা কমেছে প্রায় কুড়ি হাজার। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। ঘত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের আঘাতে প্রান হারিয়েছেন ২৭৭১ জন। এই সংখ্যাটাও সোমবারের পরিসংখ্যানের থেকে কিছুটা কম। যার ফলে এই নিম্নমুখী গ্রাফের ছবি কিছুটা হলেও দেশের মানুষকে স্বস্তি প্রদান করবে। এই গ্রাফ এইভাবেই নিম্নমুখেই অগ্রসর হোক সেই প্রার্থনাই করছেন স্বাস্থ্যকর্মী সহ সাধারন মানুষ সকলে। 

{link}
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযাই, এই মুহূর্তে দেশে মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা হল ২৮ লক্ষ ৮২ হাজার ২০৪। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৫১ হাজার ৮২৭ জন। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা ১ কোটি ৪৫ লক্ষ ৫৬ হাজার ২০৯ জন। গত পাঁচদিন ধরে দেশের করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হারে প্রতিনিয়ত বিশ্বরেকর্ড গড়ে চলেছিল ভারত। শেষ তিনদিনে মধ্যেই সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ১০ লক্ষের গণ্ডি। তবে সেই বিশ্বরেকর্ড গড়ে তোলার ধারাবাহিকতায় মঙ্গলবার খানিকটা হলেও বাধা পড়ল। যা খানিক হলেও মানুষকে লড়াইয়ের শক্তি দেবে। 

{ads}
 

covid-19 coronavirus covid update covid situation in India news Covid news West Bengal India

Last Updated :