header banner

দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছুঁইছুঁই, একদিনে মৃত ২,৭৬৭; তবুও অভাব সচেতনতায়

article banner

করোনার ঢেউ যেন কার্যত বিপর্যস্ত অবস্থার সম্মুখীন করে তুলেছে ভারতের স্বাস্থ্য ব্যাবস্থা কে। চারপাশ থেকে যে সকল ছবি ভেসে আসছে তাতে আতঙ্ক এবং ভয় বাড়ারই কথা। হু হু করে বাড়তে থাকা দৈনিক সংক্রমন পার করেছে একে একে এক,দুই ও তিন লক্ষ্য। শেষ রিপোর্টে সেই সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলেছে সাড়ে তিন লক্ষ্য। অ্যাকটিভ কেসের সংখ্যা তিব্রভাবে বেড়ে ওঠার ফলে অক্সিজেনের যে হারে ঘাটতি দেখা দিয়েছে সে ছবি সত্যিই হাড় কাঁপিয়ে দেওয়ার মতো।


রবিবার দেওয়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২,৭৬৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ১ লক্ষ ৯২ হাজার ৩১১ জন মানুষ। করোনা আক্রান্তের বেশিরভাগটাউ এখন মহারাষ্ট্রে, তা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় শুধু মুম্বইতেই সংক্রমিত হয়েছেন প্রায় ৬ হাজার মানুষ। একইভাবে উদ্বেগ বাড়ছে রাজধানী দিল্লিতেও। সংক্রমণ ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়ানোর চিন্তা ভাবনা করছে কেরজিওয়ালের সরকার বলেই সূত্রের খবর। তার সাথে চিন্তা বভাড়াচ্ছে লাফিয়ে বাড়তে থাকা অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১ জন। দেশজুড়ে করোনার নয়া তাণ্ডব রুখতে টিকাকরণের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১ মে থেকে দেশে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। 


 

Covid-19 covid report covid news coronavirus covid daily update covid situation in India covid deaths covid active cases news West Bengal India

Last Updated :