যে কোন খলাতেই বিশ্বরেকর্ড গড়ে তোলা খেলোয়াড়ের পক্ষে কতোটা কঠিন, তা প্রত্যেক ক্রিড়াপ্রেমী মানুষই জানেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্বরেকর্ড গড়া কার্যত বাঁ হাতের খেলা হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। শুক্রবারের পর শনিবার সকালের রিপোর্টেও করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলল সাড়ে তিন লক্ষ্যের গণ্ডি। আবারও নিজের পুরোনো রেকর্ড ভেঙে দৈনিক করোনা আক্রান্তের সর্বাধিক সংখ্যার লড়াইয়ে প্রথম আসন দখল করত ভারত। শেষ তিন দিনের পরিসংখ্যানে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ, যার ফলে শেষ তিন দিনেই দেশে মারণ ভাইরাসের কবলে পড়েছেম প্রায় ১০ লক্ষ্যের কাছাকাছি মানুষ। অন্যদিকে রেকর্ড হারে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। শেষ দুই দিনে দুই হাজারের কাছাকাছি থাকার পর শেষ রিপোর্টে তা পেরিয়েছে আড়াই হাজার।
{link}
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযাই, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন নতুনভাবে এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। যা এর আগের দিনের পরিসংখ্যান থেকে প্রায় ১৪ হাজার বেশি। প্রত্যাশামতোই এই সংখ্যাটা দেশের তো বটেই গোটা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৬২৪ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন। যা দৈনিক আক্রান্তের থেকে অনেক অনেক কম। যার ফলে দেশের মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০ জন। সত্যি কথা বলতে ভারত কেন করোনার এই ভয়াবহ রূপ বিশ্বের আর অন্য কোন দেশ দেখেছে কি না, তাই সন্দেহ আছে। পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে জীবন সংশয়।
{ads}