header banner

সপ্তাহের শুরুতে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ কেস

article banner

সোমবার সপ্তাহের প্রথম রিপোর্টে স্বস্তির খবর দেশবাসীর কাছে। করোনার যুদ্ধে বেশ কিছুদিন পর আবার নিম্নমুখী দেশের কোভিড সংক্রমণের হার। আতঙ্কের মরুদ্যানে যাকে এককথায় বলে সাময়িক বৃষ্টির স্বাদ। ভারতে এসে পৌঁছেছে রাশিয়ার পাঠানো ভ্যাকসিন স্পুটনিক ভি ও। কিছুদিনের মধ্যেই তা দেওয়া শুরু হবে মানুষকে। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষের নাজেহাল অবস্থার মধ্যেই অদৃশ্য মারণ ভাইরাসের বিরুদ্ধে অদম্য লড়াইয়ের সাক্ষী হচ্ছে দেশ প্রিতিনিয়ত।

{link}
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন মানুষ। রবিবারের পরিসংখ্যানে এই সংখ্যাটি ছিল ৩ লক্ষ ৭২ হাজারেরও কিছু বেশি। যার ফলে আক্রান্তের হার কমেছে বেশ কিছুটা। অন্যদিকে এদিনের রিপোর্ট অনুযাই দেশে একদিনে করোনার বলি হয়েছেন ৩৪১৭ জন। রবিবারের পরিসংখ্যানে এই সংখ্যাটিও বেশি ছিল। সোমবার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দুটোই কমল সামান্য স্বস্তি জাগিয়ে। কিন্তু এর মাঝেও দেশে চিন্তা বাড়াচ্ছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশের মোট  অ্যাকটিভ রোগী ৩৪ লক্ষ ১৩ হাজার ৬৪২। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যা ৩ লক্ষ ৭৩২।  
{ads}

Covid-19 covid-19 update covid-19 news 3rd May Coronavirus News Covid-19 situation in India West Bengal India

Last Updated :