header banner

আমেরিকাকে টপকে বিশ্বরেকর্ড ভারতের, একদিনে দেশে আক্রান্ত ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন

article banner

গতকালই সাম্প্রতিককালে প্রথমবার নিম্নমুখী হয়েছিল করোনা আক্রান্তের হার, কিছুটা স্বস্তি এসেছিল মানুষের মনে। কিন্তু তারপরের দিনেই কার্যত আক্রান্তের হার বাঁধ ভাঙা রূপ ধারন করল। শেষ ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমনে বিশ্বের সমস্ত রেকর্ড ভেঙে দিল ভারত। শেষ ২৪ ঘন্টায় ভারতবর্ষে প্রথমবার একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৩ লাখ। সংখ্যাটা প্রায় ৩ লক্ষ্য ১৫ হাজারের কাছাকাছি, যা আজ পর্যন্ত বিশ্বে একদিনে আক্রান্তের সর্বাধিক সংখ্যা। এর পূর্বে গত বছরে ১৭ই সেপ্টেম্বর আমেরিকায় একদিনে ৩ লক্ষ ৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। এতোদিন পর্যন্ত এই সংখ্যাটাই সর্বোচ্চ ছিল। কিন্তু বৃহস্পতিবারের রিপোর্টে সেই রেকর্ড ভেঙে দিল ভারত। এবং আক্রান্তের সাথে বেড়েছে মৃতের সংখ্যাও।

{link}
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযাই, শেষ ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন করোনার ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা বুধবারের রিপোর্টের থেকে প্রায় ১৮ হাজার বেশি। এই সংখ্যাটা দেশের তো বটেই তার সাথে গোটা বিশ্বের সর্বকালের সর্বোচ্চ দৈনিক আক্রান্তের রেকর্ড সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রান হারিয়েছেন ২১০৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, আপাতত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৮৮০ জন। সাথে সাথেই দ্রুত হারে বেড়ে চলেছে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। পরিস্থিতি ভয়াবহ, আগের বারের থেকেও অনেকটা বেশি ভয়াবহ। 

{ads}


 

Covid-19 covid report Covid News Covid-19 Active Cases Covid News coronavirus covid report 22nd april 2021 Covid Situation in India West Bengal News

Last Updated :