header banner

দৈনিক মৃত্যু কড়া নাড়ছে ৩ হাজারের দোড়গোড়ায়, দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ্য পার

article banner

গতকাল আক্রান্তের সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলেছিল সাড়ে তিন লক্ষ্য। আর সেই রিপোর্টের ২৪ ঘন্টা পার হওয়ার আগেই দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল সাড়ে তিন লক্ষ্য। অন্যদিকে দৈনিক মৃতের সংখ্যাও প্রায় ছুঁয়ে ফেলেছে তিন হাজারের দোড়গোড়া। ভারত করোনার পরিসংখ্যানে যেভাবে এগোচ্ছে তাতে অন্য কোন দেশের পক্ষ্যে এই পরিসংখ্যানকে মাত টেক্কা দেওয়া খুবই কঠিন। আজ পর্যন্ত বিশ্বের কোন দেশেই করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা পেরোয়নি সাড়ে তিন লক্ষ্য। প্রত্যেক দিনই সর্বকালের সর্বাধিক দৈনিক আক্রান্তের নিজের তৈরি করা রেকর্ড নিজেই ভাঙছে ভারত।

{link}
রবিবার সকালে দেওয়া রিপোর্টে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১। সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযাই, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যে সংখ্যাটা আগের দিনের থেকে প্রায় ৪ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮১২ জনের। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। এই নিয়ে টানা ৫ দিন রেকর্ড গড়ল দেশের মৃত্যু সংখ্যা। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে অগ্রসর হচ্ছে। পৃথিবীকে এইভাবে দেখতে কেউই চায়নি। কিন্তু পরিস্থিতির কাছে ক্রমাগত পরাস্ত হয়ে চলেছে দেশ সহ রাজ্যের মানুষ। 

{ads}

Covid-19 Covid-19 Update covid daily report coronavirus covid-19 situation in India News West Bengal India

Last Updated :