header banner

দেশে প্রথমবার দৈনিক মৃতু পেরোলো ৩ হাজার, স্বস্তি জাগিয়ে একদিনে সুস্থ ২,৬১,২৭২

article banner

এতোদিন মৃত্যুমিছিল শব্দটি আমরা পড়েছিলাম বইয়ের পাতায় বা তার গল্প শুনেছিলাম আমাদের অভিভাবকদের মুখে। কিন্তু বর্তমানে সেই শুনে আসা শব্দই বাস্তবে ধরা দিয়েছে ভারতের বর্তমান পরিস্থিতির ছবিতে। এতো ভয়াবহ মৃত্যুর ছবি এর আগে দেখেনি দেশের মানুষ। গতকাল করোনার দৈনিক্ পরিসংখ্যানের গ্রাফ কিছুটা নিম্নমুখী হয়েছিল, যা সাময়িক স্বস্তি এনেছিল মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে। কিন্তু বুধবারের পরিসংখ্যানে তা আবার বেড়েছে আরও অনেকটা। সংখ্যাটা প্রায় ৩৭ হাজার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। অন্যদিকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সর্বপ্রথম মৃতের সংখ্যা পেরিয়েছে ৩ হাজার। 

{link}
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযাই, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন করোনা ভাইরাসের কবলে পড়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লক্ষ ৯৭ হাজার ২৬৭ জন। মৃতের সংখ্যা ২ লক্ষ পার করে হয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ১ হাজার ১৮৭ জন। এর মাঝেই স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস কে পরাজিত করে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬১ হাজার ২৭২ জন। যে সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম হলেও এযাবৎ কালের রেকর্ড। আপাতত দেশের মোট অ্যাকটিভ কেস বেড়ে হয়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন। চলছে লড়াই… সচেতন থাকুন, সতর্ক থাকুন। 
{ads}

covid-19 update Covid-19 news cases covid-19 situation in India news West Bengal India

Last Updated :