header banner

Elon Musk : ট্রাম্প-মাস্ক বন্ধুত্বে ফাটল?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিশ্বের অন্যতম ধনী মানুষ মাস্কের সঙ্গে ট্রাম্পের (Donald Trump) নিবিড় বন্ধুত্বে কথা সকলেই জানে। কিন্তু এবার সেই বন্ধুত্বের ফাটল ধরতে চলেছে। বুধবারই বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk) ঘোষণা করেন যে ডিপার্টমেন্ট অব গভর্মেন্ট এফিসিয়েন্সি, যা সংক্ষেপে ডজ নামে পরিচিত, তা নেতৃত্বে ইতি টানার সময় এসেছে।

{link}

ট্রাম্পের তৈরি এই খরচ কমানো ও দক্ষতা বাড়ানোর বিভাগের তরফেও জানানো হয়েছে যে ইলন মাস্ক তাঁর পদ ছেড়ে দিয়েছেন। মাস্ককে বিশেষ সরকারি কর্মী হিসাবেই নিয়োগ করা হয়েছিল। এই পারমিটে বছরে ১৩০ দিন কোনও ব্যক্তি সরকারের জন্য কাজ করতে পারেন। মে মার্চের শেষভাগেই তাঁর পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আগেভাগেই নিজের বিদায় নেওয়ার কথা জানিয়ে দিলেন মাস্ক।

{link}

তবে ট্রাম্পকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনে সামিল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইলন মাস্ককে। এমনকী ক্ষুব্ধ জনগণ তাঁর গাড়ি কোম্পানি টেসলাকেও বয়কট করে। কোম্পানির বিক্রি ও শেয়ারেও ব্যাপক পতন হয়। শেষ পর্যন্ত মাস্ক বুঝেছেন, ব্যবসাটা তার নিজের জগৎ, রাজনীতি নয়।

{ads}

News Breaking News Elon Musk Donald Trump সংবাদ

Last Updated :