শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার জমি বিবাদ বা রাজনৈতিক কারণে নয়। পছন্দের মেয়েকে বিয়ে করতে না পাড়ায় মেয়ের বাবাকে কুপিয়ে খুন করলো নাজিমুদ্দিন মোল্লা নামে এক যুবক। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার কোড়াপাড়া এলাকায় থাকে নাজিমুদ্দিন মোল্লা। ওই অঞ্চলের জব্বার মোল্লার একমাত্র মেয়েকে বিয়ে করতে চায় সে।
{link}
কিন্তু সেই মেয়েটি রাজি নয়। সেই কারণে তাঁর বাবা-মা কেউই বিয়ে দেননি। তাই ক্ষোভ থেকেই জব্বারকে কুপিয়ে খুন করে সে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে।পেশায় সবজি বিক্রেতা জব্বার মোল্লা মঙ্গলবার রাতে ব্যবসার কাজ সেরে ট্রেনে করে মালতিপুর স্টেশনে নেমেছিলেন। কোড়াপাড়ায় নিজের বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় ট্রেন লাইনের ধারে তাঁকে ধরে কোপাতে থাকে নাজিমুদ্দিন মোল্লা নামে ওই যুবক। চিৎকার চেঁচামেচিতে এলাকার স্থানীয়রা ছুটে এলে নাজিমুদ্দিন সেখান থেকে পালিয়ে যায়। দ্রুত জব্বার মোল্লাকে এলাকাবাসী সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
{link}
মৃতের স্ত্রী মাসুদা বিবি বলেন, “আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। আমি আর আমার স্বামী বিয়ে দিতে চাইনি। তাই আমার স্বামীকেই খুন করে দিল। " এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ টহল দিচ্ছে।
{ads}