header banner

Unnao Rape Case: খুন ও ধর্ষণে দোষী হওয়া সত্ত্বেও কুলদীপ সেঙ্গারের সাজা স্থগিত! জামিনের নির্দেশ দিল আদালত

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দেশে এখনও পর্যন্ত যে কটি ধর্ষণকাণ্ডের ঘটনা কলঙ্কের অধ্যায় হয়ে রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম একটি উন্নাও। উন্নাও ধর্ষণকাণ্ডের ভয়াবহতা দেখে কার্যত আতঙ্কিত হয়ে পড়েছিল সমস্ত দেশ। হতাশ হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করতে উদ্যত হয়েছিলেন নির্যাতিতা। খুন হতে হয়েছিল তাঁর বাবা কে। কিন্তু, শেষ পর্যন্ত ন্যায় পেয়েছিলেন নির্যাতিতা। কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। ধর্ষণের পাশাপাশি নির্যাতিতার বাবার খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা। কিন্তু, এবার উন্নাওয়ের মামলাই নয়া মোড় নিল দিল্লি হাইকোর্টের নতুন নির্দেশে। 

{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, উন্নাওয়ের ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। একইসঙ্গে এই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশকেও স্থগিত করেছে দিল্লির উচ্চ আদালত। এই খবর প্রকাশ্যে উঠে আসার পরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছে সম্পূর্ণ দেশ। 


১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। দিল্লি হাইকোর্টে বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ কুলদীপ সিং সেঙ্গারের সাজা স্থগিত করার পাশাপাশি জামিনের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে কয়েকটি শর্ত চাপানো হয়েছে। তাঁকে দিল্লিতেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্যাতিতার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে প্রবেশ করতে পারবেন না তিনি। বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে যে, সেঙ্গার কে তাঁর পাসপোর্ট জমা করতে হবে এবং প্রতি সপ্তাহে স্থানীয় থানায় হাজিরা দিতে হবে। নির্যাতিতার পরিবারকে কোনওভাবে ভয় দেখানো যাবে না। 

{link}
বিজেপির প্রাক্তন বিধায়ক ২০১৭ সালের ৪ জুন ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত। সেই সময় তিনি বিজেপির বিধায়ক থাকলেও, পরবর্তীতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। ধর্ষণের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং পকসো আইনে কুলদীপের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। পরবর্তীতে ২০২০ সালের মার্চ মাসে, নির্যাতিতার বাবার পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যুর ঘটনাতেও দোষী সাব্যস্ত হন তিনি। অপরাধমূলক ষড়যন্ত্র এবং হত্যার অভিযোগে কুলদীপের ১০ বছরের কারাদণ্ড এবং মোট ৩৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। এই ধরনের একাধিক ভয়াবহ অভিযোগ সত্ত্বেও এবার জামিন পেতে চলেছেন কুলদীপ।  
{ads}

Kuldeep Sengar Bail Kuldeep Singh Sengar Unnao Rape Unnao Update Rape Case Crime Delhi High Court Bengali News Kuldeep Singh News সংবাদ উন্নাও উন্নাও ধর্ষণকাণ্ড

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article