header banner

বৃষ্টিতে নেপালে ভয়াবহ বিপর্যয়! মৃতের সংখ্যা বেড়ে ৫২, বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেক্স: নেপালের অবস্থা ভয়াবহ। সাম্প্রতিককালে নেপালে এমন প্রবল বৃষ্টিপাত হয় নি। মেঘভাঙ্গা বৃষ্টিতে ধ্বংস স্তুপে পরিনত হয়েছে নেপাল। লাগাতার বৃষ্টিতে নেপাল জলমগ্ন। একাধিক জায়গায় নেমেছে ধস, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। লাগাতার এই বৃষ্টিতে নেপালে এখনও পর্যন্ত কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেন। একইসঙ্গে নেপালের পাশে থাকার আশ্বাসও দেন। তিনি লেখেন, “ভারী বৃষ্টিতে নেপালে যে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তা হৃদয় বিদারক। আমরা নেপালের মানুষদের ও নেপাল সরকারের পাশে রয়েছি এই কঠিন সময়ে। বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত যে কোনও প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত।” স্বাভাবিক কারণেই ভারতের এই প্রতিক্রিয়ায় নেপাল খুশি। নেপালে ত্রাণ পাঠাতে প্রস্তুত ভারত।

{link}

গত প্রায় এক সপ্তাহ ধরে এই পাহাড়ি দেশে বৃষ্টি হয়েই চলেছে। পূর্ব নেপালে কোশী, গণ্ডক, বাগমতীর মতো ৮টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে।  জলের তলায় ডুবে গিয়েছে একাধিক এলাকা। উদ্ধারকাজ চালাতে অভিযানে নেমেছে নেপাল পুলিশ, নেপাল সেনা ও আর্মড পুলিশ ফোর্স। প্রতিকূল আবহাওয়ার জন্য রবিবারই নেপাল সরকার দুইদিনের ছুটির ঘোষণা করে। আরও জানানো হয়েছে, এই দুর্যোগে যদি কারোর মৃত্যু হয়, তাহলে নেপালি মুদ্রায় ২ লক্ষ টাকা দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রশাসনের তথ্য অনুযায়ী, নেপালে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ইলাম। সেখানে ধস ও হড়পা বানে ৩৭ জনের মৃত্যুর খবর মিলেছে। কোশীতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এমন বিপর্যয়ে দিশেহারা নেপালবাসি।

{ads}

Nepal Nepal Flood Nepal News Nepal Flood News Narendra Modi

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article