header banner

Bangladesh : আবার ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার সকালেই আন্দোলনকারীরা হুমকি দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দাবি পূরণ করতে হবে। এর জন্য ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে, আরও চরম পথে এগোবে বলেই হুঁশিয়ারি দিয়েছে। আর সেই আন্দোলনের জেরে উত্তাল ঢাকা। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাতটি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধ চরমে।

{link}

গতকাল ঢাকার নীলক্ষেত মোড়ে দফায় দফায় অশান্তি, সংঘর্ষ হয়। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলেই খবর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, বিজিবি নামানো হয়। আর তার পরেই আবস্থা আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। সোমবার সকালে সাংবাদিক বৈঠকে আন্দোলনকারী পড়ুয়ারা তাদের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।

{link}

তাদের প্রধান দুটো দাবি - সহ উপচার্যের ইস্তফা ও পুলিশ আধিকারকদের বরখাস্ত। ৬ দফা দাবি পূরণ করার জন্য মাত্র ৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ইউনুসের আগমন সেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যেন ইউনুসের বিদায় ঘন্টা না বেজে যায়।

{ads}

News Breaking News Bangladesh Dhaka সংবাদ

Last Updated :