শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) আর কিছুতেই শান্তি ফিরছে না। যে পথ ধরে হাসিনার (Sheikh Hasina) বিদায় হয়েছে, তেমনই ঘটনা ঘটে চলেছে ইউনুস (Muhammad Yunus) আমালেও। শুক্রবার নতুন করে উত্তপ্ত হল বাংলাদেশের রাজধানী ঢাকা (Dhaka)। নিষিদ্ধ সংগঠন ‘হিজবুত তাহেরী’র মিছিল ঘিরে উত্তাল গোটা এলাকা। শুক্রবার বাংলাদেশে ‘মার্চ ফর খিলাফত’ মিছিল বের করেছিল ওই সংগঠন।
{link}
আর সেই মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ঢাকার পল্টন মোড়। সেই মিছিলে ফাটল সাউন্ড গ্রেনেড, ছোড়া হল কাঁদানে গ্যাস। রাস্তায় নেমেছে সেনাবাহিনী। চলে পুলিশের লাঠিচার্জ। আটক করা হয় একাধিক বহু হিজবুত তাহেরীর সদস্যকে। চরম উত্তেজনা ছড়িয়েছে ঢাকার সর্বত্র। সাধারণ মানুষকে সন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়। সেই মিছিলটি ছত্রভঙ্গ করতেই পুলিশ লাঠিচার্জ করে। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। শুক্রবার জুমার নমাজ শেষ হওয়ার পরই হিজবুত তাহ্রীরের ব্যানার নিয়ে একটি মিছিল বেরোয়।
{link}
পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। সেই পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। এরপর শুরু হয় পুলিশ লাঠিচার্জ। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তাঁরা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ ও সামরিক বাহিনী আবার তৎপর হয়ে ওঠে। তারা কড়া হাতে সেই মিছিল আটকায়। শেষ খবরে প্রকাশ বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
{ads}