header banner

Jagdeep Dhankhar : রাষ্ট্রপতির প্রোটোকল চেয়ে বিতর্কে ধনখড়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দেশে উপরষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সংসদের চলতি বাদল অধিবেশনের প্রথমদিনই পদত্যাগ করেন তিনি। এই পদত্যাগের কারণ নিয়ে জোর চর্চা চলছে দিল্লির রাজনৈতিক মহলে। এই সবের মাঝেই অভিযোগ উঠেছে, নিজের প্রোটোকল রাষ্ট্রপতির মতো চাইতেন ধনখড়। খবরে বলা হয়েছে, ধনখড় একাধিকবার বলেছেন, বিদেশ সফরের সময় তিনি রাষ্ট্রপতির সমান প্রোটোকল প্রত্যাশা করেন।

{link}

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, এর জেরে বেশ কয়েকবার সরকারি কর্মীদের সঙ্গে মতবিরোধ হয়েছিল তাঁর। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শেষকৃত্যে যোগ দিতে তেহরান সফরে গিয়ে নিজের হোটেলের ঘর নিয়ে আপত্তি জানিয়েছিলেন ধনখড়। ধনখড়ের মনে হয়েছিল, ইরানে ভারতীয় দূতাবাস তাঁর সম্মান অনুযায়ী ঘর দেয়নি। রিপোর্ট অনুযায়ী, সেই সফরের সময়ই ধনখড় তাঁর বিমান নিয়েও আপত্তি তুলেছিলেন। তিনি বলেছিলেন যে উপরাষ্ট্রপতির জন্য আরও বড় বিমান হওয়া উচিত। ধনখড় বহুবার বলেছেন, বিদেশ সফরে তিনি রাষ্ট্রপতির মতো প্রোটোকল আশা করেন।

{link}

সম্প্রতি এক অনুষ্ঠানে ধনখড় বলেছিলেন, 'আপনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি দেখেছেন, কিন্তু উপরাষ্ট্রপতির ছবি দেখেননি। আমি যখন অফিস ছাড়ব, তখন আমি নিশ্চিত করব যে আমার উত্তরসূরির ছবিও থাকে।' উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আইনজীবী জগদীপ ধনখড় বিজেপিতে যোগ দেওয়ার সময় খুব একটা পরিচিত নাম ছিলেন না। তবে প্রথমে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং পরে উপরাষ্ট্রপতি হিসাবে তাঁকে দেওয়া দায়িত্বে তিনি নিজেকে লাইমলাইটে রেখেছিলেন।

{ads}

News Breaking News Jagdeep Dhankhar সংবাদ

Last Updated :