header banner

Indian Railways : ভারতীয় রেলে OSOP প্রকল্প কি জানেন তো ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : OSOP আসলে কী ? OSOP অর্থাৎ "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" (One station one product)। আপনার মতো সাধারণ মানুষ যারা বিভিন্ন হস্তশিপ্লের এবং ক্ষুদ্রশিল্পের সাথে জড়িত কিন্তু এখনো সুযোগ পাননি যে নিজের তৈরী সামগ্রী অথবা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে সমষ্টিগতভাবে তৈরী সামগ্রীকে বৃহত্তর বাজারে তুলে ধরতে, তাদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে "ভোকাল ফর লোকাল অ্যান্ড লোকাল টু গ্লোবাল " প্রকল্প।  অর্থাৎ যদি আপনার তৈরী সামগ্রীকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করার কেউ না থাকে, সেই সুযোগ রেল আপনাকে এনে দিয়েছে "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" স্টলের মাধ্যমে।

{link}

রেলের বিভিন্ন স্টেশনে "ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট" ষ্টল ইতিমধ্যেই আছে এবং এবিষয়ে পূর্ব রেল  বিভিন্ন খবরের কাগজে  বিজ্ঞাপন দিয়েছে গত ১৯শে অগাস্ট।  হাওড়া ডিভিশনের অন্তর্গত প্রায় ১০০টি স্টেশনে এবং শিয়ালদহ (Sealdah)ডিভিশনে ও ১০০ টির কাছাকাছি  স্টেশনে এক স্টেশন এক পণ্য প্রকল্পে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এই প্রকল্পের আওতায় হাওড়া, আদিসপ্তগ্রাম, অম্বিকা কালনা, আরামবাগ, আজিমগঞ্জ জংশন, চন্দননগর, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন স্টেশনে স্টল স্থাপন করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনে দত্তপুকুর, পিয়ালী, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর (Krishnanagar), বনগাঁ, দমদম ক্যান্টনমেন্ট (Dum Dum Cantonment) সহ আরও অনেক স্টেশনে এই স্টলগুলো স্থাপন করা হয়েছে। কিন্তু আপনারা আবেদন করবেন কীভাবে ?  আবেদনের প্রক্রিয়া খুবই সহজ। স্টেশন ম্যানেজার লেভেলে সাদা কাগজে আপনাকে আবেদন করতে হবে এবং ফি বাবদ  আপনাকে সামান্য কিছু টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনের (Registration) জন্য।

{link}

এরপর লটারী হবে, মোট যতজন আবেদনকারী আবেদন করবেন তাদের মধ্যে লটারী হবে সততা বজায় রাখার জন্য। আবেদনকারীদের মধ্যে কারা কতদিনের জন্য ষ্টল পাবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্যই লটারী করা হবে। সবাই যাতে সমান সুযোগ পায় , সেজন্যই ভারতীয় রেলের এই সিদ্ধান্ত।  এই স্টলগুলোর জন্য যারা ১৫ দিনের জন্য রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ১৫০০ টাকা (জিএসটি সহ) এবং ২০ ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে। ৩০ দিনের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন, তাদের জন্য রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা (জিএসটি সহ) এবং ৪০ ইউনিট বিদ্যুতের ব্যবহার বিনামূল্যে প্রদান করা হবে। এর বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্ধারিত চার্জ প্রযোজ্য হবে। বিস্তারিত তথ্য এবং শর্তাবলী www.er.Indianrailways.gov.in ওয়েবসাইটে পাওয়া যাবে।স্থানীয় শিল্পী এবং উদ্যোক্তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা সহজেই তাদের পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন এবং যাত্রীরা সস্তায় তাদের পছন্দের হ্যান্ডক্র্যাফট পণ্য (Handcraft products) পেতে পারছেন। সাধারণ মানুষদের কথা ভেবেই ভারতীয় রেল এই ব্যবস্থা করেছে।

{ads}

News Breaking News One station one product Indian Railway Rail Station Sealdah Dum Dum Cantonment Krishnanagar OSOP Handcraft products Indian Government PM Modi সংবাদ

Last Updated :