header banner

USA: আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :   আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে বহু পিছনে ফেলে দিয়েছেন তিনি। প্রশাসনিক ক্ষেত্রে আমেরিকায় সর্বোচ্চ পদ প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কত বেতন পাবেন তিনি? মিলবে আরও কী কী সুযোগ-সুবিধা? অবসরের পর কী কী সুবিধা পান একজন মার্কিন প্রেসিডেন্ট? এমন নানা প্রশ্ন বিশ্ব নাগরিক মহলের মধ্যে আছে।

{link}

সকলের জ্ঞাতর্থে জানাচ্ছি যে, একজন আমেরিকান প্রেসিডেন্টের গড় বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকা। এছাড়াও একাধিক করমুক্ত ভাতা পান একজন মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত হাত খরচ হিসেবে পান ৪২ লক্ষ টাকা। ভ্রমণ খরচ হিসেবে পান ৮৪ লক্ষ টাকা, বিনোদনের জন্য পান আরও ১৬ লক্ষ টাকা। সব মিলিয়ে ট্রাম্পের জন্য আমেরিকার কোষাগার থেকে বরাদ্দ করা হবে বছরে প্রায় ৪ কোটি ৭৮ লক্ষ টাকা। এটা ভাবলেই চমকে উঠতে হয়। প্রত্যেক মার্কিন প্রেসিডেন্ট আরও একটি সুবিধা পেয়ে থাকেন। হোয়াইট হাউজকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য ৮৪ লক্ষ টাকা দেওয়া হয় দেশের কোষাগার থেকে।

{link}

মার্কিন গণমাধ্যমের খবর, নিজের আমলে বারাক ওবামা এই অর্থ গ্রহণ করেননি। পরিবর্তে নিজের খরচেই তুলনায় অনেকটাই কম ব্যয়ে হোয়াইট হাউজকে সাজিয়ে তোলেন তিনি। এছাড়াও রাষ্ট্রপ্রধান হিসেবে লিমুজিন, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থাকে।

{ads}

news breaking news USA president vote selection সংবাদ

Last Updated :