শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ৮০ কিলোমিটার বেগে চলছে বাস। প্রবল গতিতে ধেয়ে চলা বাসে ভর্তি যাত্রী। কিন্তু বাসের ড্রাইভার মজে বিগ বসে! চলন্ত বাসে স্টিয়ারিংয়ে বসে থাকা ড্রাইভারের চোখ আটকে মোবাইলের পর্দায়। যাত্রী নিরাপত্তা শিকেয় তুলে জনপ্রিয় রিয়্যালিটি শো উপভোগ করছেন বাসচালক। এই ঘটনার ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। নেটদুনিয়ায় পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর নগেশ মানে এই ভিডিও শেয়ার করেছেন। জানা গিয়েছে, মুম্বই থেকে হায়দরাবাদগামী দূরপাল্লার বাসে এই ঘটনাটি ঘটেছে। ঘড়িতে যখন রাত তিনটে বাজতে ১০ মিনিট বাকি, সেসময়ে ভিডিওটি তোলা হয়েছে। চালকের আসনের পিছনদিক থেকে ক্যামেরা তাক করে তোলা ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের স্পিডোমিটারের কাঁটা ৮০ ছুঁয়ে ফেলেছে।
{link}
আর স্টিয়ারিংয়ে চালকের হাত নেই। বরং স্টিয়ারিংয়ের উপরে বহাল তবিয়তে জায়গা করে নিয়েছে মোবাইল। পর্দায় চলছে বিগ বস, তারিয়ে তারিয়ে সেটা উপভোগ করছেন চালক। এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় জোর চর্চা। যাত্রী সুরক্ষাকে থোড়াই কেয়ার করে কীভাবে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন বাসচালক? প্রশ্ন অনেকেরই। তবে বাসচালকের পাশে দাঁড়াচ্ছেন নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, যেহেতু গভীর রাতে বাস চালান, তাই জেগে থাকার জন্য চালকরা অনেক সময়েই এইভাবে ভিডিওতে চোখ রাখেন। কেউ বা আবার তোপ দেগেছেন নগেশকেই। তাঁদের প্রশ্ন, দুর্ঘটনা রুখতে বাসচালককে সতর্ক না করে কেন ভিডিও তুলতে ব্যস্ত ছিলেন?
{ads}