header banner

Asia Cup : এশিয়া কাপে ৭০০ টিকিট কিনলেন দুবাই ব্যবসায়ী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এশিয়া কাপের (Asia Cup) উন্মাদনা শুরু হয়ে গেছে। সেই উন্মাদনা শুরু করে দিয়েছে দুবাইয়ের (Dubai) এক ব্যবসায়ী। সবমিলিয়ে এশিয়া কাপের ৭০০টি টিকিট কিনে নিয়েছেন তিনি। অধস্তন কর্মচারীদের এই টিকিট উপহার দেবেন ওই ব্যবসায়ী। তাঁর মতে, যারা প্রত্যেক দিন অক্লান্ত পরিশ্রম করেন তাদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ।

{link}

ক্রিকেট ‘উৎসব’কে ঘিরে এই মিষ্টি উদ্যোগ নিয়েছে দুবাইয়ের রিয়েল এস্টেট সংস্থা ড্যানিয়ুব গ্রুপ। সংস্থার ভাইস চেয়ারম্যান আনিস সাজান বলেছেন, এশিয়া কাপের জন্য ৭০০টি টিকিট কেটেছেন তিনি, বিভিন্ন ম্যাচ মিলিয়ে। এই টিকিট পুরোটাই তিনি দিয়ে দেবেন সংস্থার শ্রমিক এবং অধস্তন কর্মীদের জন্য। তার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের ১০০টি টিকিট রয়েছে। উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের টিকিটের দাম ৮ লক্ষ পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। সুপার ফোর এবং ফাইনালের টিকিটও রয়েছে আনিসের কাছে। সংস্থার কর্মীরা বিনামূল্যে এশিয়া কাপ ফাইনালও দেখতে পারবেন।

{link}

কেন এমন উদ্যোগ? স্থানীয় সংবাদমাধ্যমকে ‘বস’ আনিস জানিয়েছেন, “আসলে সংযুক্ত আরব আমিরশাহীতে এত বড়মাপের ক্রিকেট ম্যাচ খুব কমই হয়। এখন সুযোগ এসেছে মাঠে বসে এরকম ম্যাচ দেখার। তাই আমরা চাই, যারা আড়ালে থেকে প্রত্যেক দিন নীরবে কাজ করে যায়, তারাও যেন এই ক্রিকেটে অংশ হয়ে উঠতে পারে। ক্রিকেট ম্যাচকে ঘিরে তাদের নতুন স্মৃতি তৈরি হবে।”

{ads}

 

News Breaking News Asia Cup Dubai সংবাদ

Last Updated :