header banner

London : ইস্কনে ফ্রায়েড চিকেন খেয়ে ধর্মীয় ভাবনায় আঘাত!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইচ্ছে করে ধৰ্মীয় আবেগে আঘাত করা কিছু মানুষজনের স্বভাব। তেমন ঘটনাই ঘটলো লন্ডনে (London) এক ইস্কন মন্দিরে। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। নিন্দায় সরব হয়েছেন ভক্তরা। ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে রেস্তোরাঁর ভিতর প্রবেশ করছেন।

{link}

এরপর সেখানে তিনি এক কর্মচারীকে জিজ্ঞাসা করেন, রেস্তোরাঁয় আমিষ খাবার বিক্রি হয় কি না? উত্তরে ওই কর্মচারী ‘না’ বলতেই তিনি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করে সেখানে থেকে ‘ফ্রায়েড চিকেন’ খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন আরও কর্মচারীরা। কিন্তু তিনি কারও কথাই শুনতে নারাজ। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে ইসকনের রেস্তোরাঁ।

{link}

যার পোশাকি নাম হল ‘গোবিন্দ’। রেস্তোরাঁগুলিতে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হয়। পেঁয়াজ এবং রসুনও সেখানে নিষিদ্ধ। এই পরিস্থিতিতে ওই যুবক ইচ্ছাকৃতভাবে রেস্তোরাঁর নিয়ম ভঙ্গ করতেই ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা। তাঁদের বক্তব্য, হিন্দু ধর্মকে আঘাত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে।

{ads}

News Breaking News London Social Media ISKCON সংবাদ

Last Updated :