header banner

Dhaka : রাজধানীতে নতুনভাবে আয়োজিত হতে চলেছে ঈদ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পবিত্র রমজান মাস চলেছে। আর কয়েকদিন পরেই আসছে খুশির ঈদুল ফিতর (Eid al-Fitr)। ইসলাম ধর্মের মানুষের মনে চূড়ান্ত আবেগ ও উন্মাদনা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতিমধ্যে মানুষ ঢাকা (Dhaka) ছাড়তে শুরু করলেও এবার রাজধানীতে ভিন্নরকম ঈদ আয়োজনের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud)।

{link}

তিনি জানান, এবার ঈদের বড় জামাত হবে বাণিজ্যমেলার পুরাতন মাঠে, যেখানে বসবে মেলা। এমনকি ঈদের জামাত শেষে হবে ঐতিহ্যবাহী ঈদ মিছিলও। রবিবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজ প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে ঈদ ঘিরে এসব পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ।

{link}

ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। এবারের ঈদকে নগরবাসীর জন্য আরও সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।’

{ads}

News Breaking News Eid al-Fitr Asif Mahmud Bangladesh Dhaka সংবাদ

Last Updated :