header banner

SIR News: অসমের জন্য SIR নয়, থাকছে অন্য নির্দেশিকা! জানালো নির্বাচন কমিশন

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সোমবার ১২টি রাজ্যে SIR সংক্রান্ত বিধি ঘোষণা করা হলেও অসমকে কিন্তু এর বাইরে রাখা হয়েছে। কিন্তু কেন এই দুই রকম নিয়ম? উত্তর দিলেন নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানালেন, অসমে এসআইআর কার্যকর হচ্ছে না। কেন আসমে এসআইআর হচ্ছে না, তার কারণও ব্যাখ্যা করেছেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের নজরদারিতে অসমে এনআরসি প্রায় শেষের পথে। এছাড়া উত্তর-পূর্বের ওই রাজ্যের নিজস্ব বিধানও রয়েছে। তাই এসআইআর প্রক্রিয়া থেকে অসমকে বাদ রাখা হয়েছে।” তিনি আরও বলেন, “অসমের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হবে এবং পৃথক তারিখ ঘোষণা করা হবে।” সীমান্তবর্তী রাজ্যের নিজস্ব কিছু বিধান থাকে, সেই কথা স্মরণ করিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার।

{link}

উল্লেখ্য, আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে অসমে। এক সময়ে অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলনে উত্তপ্ত হয় অসম। এরপর ১৯৮৫ সালে আন্দোলনকারীদের সঙ্গে ভারত সরকারের ‘অসম চুক্তি’ স্বাক্ষরিত হয়। সেই চুক্তির সময় ভারতীয় নাগরিকত্বের ৬-এ ধারাটি গঠন করা হয়েছিল। এই ধারাটি শুধু অসমের জন্যই প্রযোজ্য। এই ধারা অনুযায়ী, ১৯৬৬-র ১ জানুয়ারি থেকে ১৯৭১-এর ২৪ মার্চ পর্যন্ত অসমে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে এই ধারা নিয়ে বিতর্কও তৈরি হয় বিস্তর। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধারাটিকে বৈধ বলে জানায়।

{ads}

SIR Assam SIR Election Commission SIR Update Election Commission News Bengali News সংবাদ নির্বাচন কমিশন অসম

Last Updated :

Related Article

Latest Article