header banner

রাজ্যে হিংসার আবহ

article banner

নির্বাচনের পর থেকেই রাজ্যে হিংসার আবহ। রাজ্য ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বিজেপি, এমনি দাবি তাদের । মারের ভয়ে ভিন জেলা সফরে যেতে চাইছেন না বিজেপি নেতারা! অন্তত এমনই খবর মিলল গেরুয়া শিবিরে। করোনা আবহেও ঘরছাড়া দলীয় কর্মী-সমর্থকদের অনেকেই। সামনেই বর্ষা। তাই ‘অত্যাচারিত’ কর্মীদের পাশে থাকা প্রয়োজন। 

{link}


কোথাও আক্রান্ত রাজ্যের শাসক দল, কোথাও বা আক্রান্ত বিরোধীরা। বিজেপির অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরাই। রাজ্যের শাসক দলের অত্যাচারে কোথাও ঘরছাড়া হয়েছে দলীয় কর্মী-সমর্থকরা। কোথাও আবার তৃণমূলের মারের ভয়ে বিজেপি শাসিত অসমে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকেই। বিজেপির অভিযোগ, ঘর ভাঙচুর এবং লুঠপাটের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন গেরুয়া কর্মী-সমর্থকরা। 

{ads}


এহেন পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন। সেজন্য কয়েকটি জেলা সফরে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্বয়ং। রাজ্যের বাকি জেলাগুলিতে বিজেপি নেতাদের যাওয়া প্রয়োজন বলেও মনে করেন দলের শীর্ষ নেতৃত্ব।

{link}


গেরুয়া শিবির সূত্রে খবর, বিপন্ন ভিন দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে সেভাবে আগ্রহী নন কেউই। যেমন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তাঁকে জেলা সফরে যেতে বলায় দলের শীর্ষ নেতৃত্বের মুখের ওপর স্পষ্ট না বলে দেন তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে আসা সৌমিত্র। দলীয় নেতৃত্বকে তিনি জানিয়ে দিয়েছেন, বাঁকুড়ার বাইরে কোথাও যাবেন না তিনি। সৌমিত্রের না বলার ধরণে যারপরনাই বিস্মিত পদ্ম নেতৃত্ব। 

{link}
 

Election bLoksabha BJP West Bengal 17thMay India

Last Updated :