শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দেশের ভিতরে ক্ষোভ বাড়ছে ক্রমাগত। তদারকি নয়, নির্বাচিত সরকারের জন্য উত্তাল দেশ। রাজনৈতিক চাপও ক্রমশ বেড়েই চলেছে। তবুও নিজের অবস্থানেই অনড় ইউনূস (Muhammad Yunus)। ফের একবার বাংলাদেশের নির্বাচন নিয়ে একই বুলি শোনা গেল মহম্মদ ইউনূসের গলায়।
{link}
দেশের পর বিদেশে গিয়েও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বললেন যে চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশে (Bangladesh) জাতীয় নির্বাচন হতে পারে। বর্তমানে জাপান সফরে রয়েছেন মহম্মদ ইউনূস। টোকিয়োয় একটি অনুষ্ঠানেই বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ নিয়ে মুখ খুললেন। ইউনূস বলেন যে তাঁর অন্তর্বর্তী সরকার নির্বাচন ও সরকারি ব্যবস্থায় সংস্কার আনার কাজ করছে।এই সংস্কারের পরই চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে। ইউনূস বলেন, “নির্বাচন হলে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। আমরা তাদের হাতে দায়িত্ব তুলে দেব।
{link}
লোকজন নির্বাচন কবে হবে, প্রশ্ন করছে কারণ রাজনৈতিক নেতারা ভীষণ অধৈর্য্য ক্ষমতার আসনে বসার জন্য। আমি বেশ কিছু সময় ধরে তাদের প্রতিশ্রুতি দিচ্ছি। এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে। ৬ মাসের ব্যবধান রয়েছে, আমরা কত দ্রুত সংস্কার করতে পারি তার উপরই নির্ভর করছে। যদি সংস্কার ধীরগতিতে হয় এবং তার ফল খুব সামান্য হয়, তবে আমাদের বেশি সময় লাগবে। তবে তা অনন্তকাল ধরে চলতে পারে না। আমাদের ২০২৬ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করতে হবে।” কিন্তু এতে সন্তুষ্ট নন বিএনপি। তারা আরও দ্রুত নির্বাচন চাইছে।
{ads}