header banner

EU : ট্রাম্পের বিরুদ্ধে অস্ত্র ধরল ইউরোপীয় ইউনিয়ন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ট্রাম্পের শুল্কনীতি সরাসরি আক্রমন করেছে ভারত, চিন, কানাডা সহ ইউরোপের দেশগুলোকে। আর এতেই প্রবল ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন। শুল্কযুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার অস্ত্র ধরল ইউরোপীয় ইউনিয়ন (EU)। ইউরোপের ২৭টি দেশ মিলে গঠিত এই সংগঠন মার্কিন পারস্পরিক শুল্কের পালটা মার্কিন পণ্যে শুল্ক চাপানোর প্রস্তুতি শুরু করেছে। জানা যাচ্ছে, বহু মার্কিন পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দেওয়া হয়েছে ইইউ-এর তরফে।

{link}

সবমিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের তরফে শুরু করা শুল্কযুদ্ধ এবার হোয়াইট হাউসের দিকে বুমেরাং হতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। এখন দেখার ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবার কোন পথে যান। আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর,গত সোমবার মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (European Union)। তথ্য অনুযায়ী, আগামী ১৬ মে থেকে এই শুল্ক নীতি কার্যকর হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রস্তাবে বলা হয়েছে, এই বছরের ডিসেম্বর থেকে আরও বেশকিছু মার্কিন পণ্যের উপর চাপানো হবে বাড়তি শুল্ক। এর মধ্যে রয়েছে, হিরে, ডিম, ডেন্টাল ফ্লস, পোল্ট্রি-সহ বহু কিছু।

{link}

যদিও সদস্য দেশগুলির আপত্তিতে বহু পণ্যকে এই তালিকা থেকে সরিয়েও নেওয়া হচ্ছে বলে খবর। হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই শুল্কযুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার দেশগুলি তো বটেই, ট্রাম্পের রোষানল থেকে রেহাই পায়নি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির উপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই কর প্রযোজ্য হচ্ছে, ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি-সহ আরও নানা সামগ্রীতে। এর পাশাপাশি ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে আরও বহু পণ্যে। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি থেকে আসা অ্যালকোহলযুক্ত পানীয়ে ২০০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। এবার হয়তো কিছুটা পিছু হটতে হবে ট্রাম্পকে।

{ads}

 

News Breaking news Donald Trump European Union সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article