header banner

Team India : ম্যাথস অলিম্পিয়াডে চোখ ধাঁধানো সাফল্য ভারতের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিয়াডে (International Maths Olympiad) ভারত প্রথম অংশ নেয় ১৯৮৯। তবে প্রথম দিকে তেমন সাফল্য আসেনি। কিন্তু এ বছর চোখ ধাঁধানো সাফল্য ভারতের (India)। ভারত চতুর্থ স্থান অধিকার করেছে। প্রথম আমেরিকা (America), দ্বিতীয় চিন (China), তৃতীয় দক্ষিণ কোরিয়া (South Korea) ও ভারত (Indai) চতুর্থ। ভারতের এই সাফল্যে খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে তিনি শুভেচ্ছা জানিয়েছেন পদকজয়ীদের।

{link}

সদ্যই শেষ হয়েছে ২০২৪ সালের ম্যাথস অলিম্পিয়াড (International Mathematics Olympiad) । সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারতের ৬ পড়ুয়া। ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণন শিব সুব্রাহ্ম্যণম। গোটা অলিম্পিয়াড জুড়ে দুরন্ত পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া (Team India)। চারটি সোনা এবং একটি রুপো জিতেছ দলের সদস্যরা। তার জেরেই দল হিসাবে অলিম্পিয়াডে চতুর্থ স্থান পেয়েছে ভার‍ত। 

{link}

 

এর আগে ১৯৯৮ ও ২০০১ সালে ভারত সপ্তম স্থান পেয়েছিল। আগের সমস্ত নজির ভেঙে এবার চতুর্থ স্থান পেয়েছে ভারত। এমন সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, “এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে। অঙ্কের জনপ্রিয়তাও বাড়বে এই সাফল্যের পরে।” উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক ম্যাথস অলিম্পিকে অংশ নিয়েছিল মোট ১০৮টি দেশের ৬০৯জন পড়ুয়া। প্রতিযোগিতার শেষে প্রথম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের এই সাফল্য গর্বিত সমস্ত দেশ।

{ads}

News Breaking News Education India Maths PM Modi Politics Politician Social Media International Maths Olympiad Congratulation Success সংবাদ

Last Updated :