header banner

এ ভূমি মাতৃস্নেহে সুধায় সহস্রবার …

article banner


স্বাধীনতার ৭০ বছর পরে যে কৃষি নিয়ে আজ ভারতবর্ষ সমস্ত বিশ্বে গর্বে মাথা তুলে দাঁড়ায় ,সেই কৃষির রূপকারদের পেটের চিন্তা , নিজেদের স্বাধীন জীবনের তাগিদে আজ তাঁরা  রাজপথে ন্যায়ের আশায় । এই ভারতবর্ষ গর্বিত  তাঁর গনতন্ত্রের ভুমিকা নিয়ে কিন্তু আজ সেই গনতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ কৃষকরাই বিপাকে ।    
তাই দেশ জুড়ে বন্ধের ডাক। তবে, সাধারণ মানুষের সমস্যা তৈরি না করেই বন্ধ পালিত হবে বলে জানিয়েছে ভারতীয় কিসান সংগঠন। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে। বিজেপি-বিরোধী দলগুলি ইতিমধ্যেই কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছে। কিন্তু বন্ধ চলাকালীন কোনও রাজনৈতিক দলকেই মঞ্চে ওঠার অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা।


পশ্চিমবঙ্গেও  বন্ধের  প্রভাব পড়ল তীব্র ভাবে । এদিন যাদবপুর রেল স্টেশনে তাঁর চিত্র দেখা যায় ।শুধু তাই নয় তার পাশাপাশি কলেজস্ট্রিট বামেদের ডাকা কৃষক আন্দোলনের সমর্থনে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে ।তার প্রভাব পড়েছে সর্বত্র ।এদিন সকাল বেলা যাদবপুর রেল স্টেশন চত্বর পুরোপুরিভাবে অবরুদ্ধ করে দেয় বাম কর্মী সমর্থক রা ।তারা জোর করে রেললাইনের উপর বসে পড়েন। এমনকি বারুইপুর লোকাল তারা আটকে দেন ।তাদের দাবি অবিলম্বে কৃষকদের জন্য যে কৃষি বিল আনা হয়েছে তা প্রত্যাহার করতে হবে ।


অন্যদিকে কলেজস্ট্রিটে সকাল থেকে জামায়াত কর্মী সমর্থকরা তারা সেখানে একটি কৃষি বিল এর ফর্মা তৈরি করে তাতে আগুন ধরিয়ে দেয় ।তারা দাবি করতে থাকেন অবিলম্বে কেন্দ্রীয় সরকারের আনা কৃষি বিল প্রত্যাহার করতে হবে ।এই বিল  কৃষকদের সমর্থনে নয় ।তাদের পাশে দাঁড়িয়েছে বামেরা।আর তার জন্যই এদিন দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে এবং বামেদের শরিক দল সকাল থেকেই শহর কলকাতা এবং জেলাগুলিতেও এই বন্ধের প্রভাব পড়েছে।
জেলাতেও তীব্র প্রভাব ছিল বন্ধের । ধর্মঘটের সমর্থনে বাগনানে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে  আজ বেড়িয়েছে বিক্ষোভ মিছিল। 
একই ছবি দেখা গিয়েছে বালি ব্রিজের সামনে , কেন্দ্রের বিজেপি সরকারের সর্বনাশা ৩ কৃষি আইন ও সংশোধিত বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে বামপন্থীদের  ভারত বন্ধ ডাক দিয়েছে তাই বালি ব্রিজের সামনে দুই নম্বর জাতীয় সড়ক রাস্তা অবরোধ করল বাম সমর্থকরা!


কেন্দ সরকারের বিরোধী দলগুলির মতামত এই বন্ধ সার্থক , মানুষ এই বন্ধকে সমর্থন করেছেন তাছাড়া কৃষকদের উপর ভিত্তি করে ভারতবর্ষের ভবিষ্যৎ , মানুষের দৈনন্দিন চলন শক্তি । কৃষকরা হচ্ছেন প্রদীপের উজ্জ্বল শিখা যাদের জ্বলার ওপর নির্ভর আলোকময় ভারতবর্ষ ।{ads}
 

farmers protest all india farmers strike west bengal strike 2020 west bengal strike news in hindi west bengal strike tomorrow farmers protest live news farm bill 2020 INDIA

Last Updated :