header banner

Karnataka : কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :মাইসুর আরবান ডেভেলপমেন্ট অথরিটি- MUDA সাইট বরাদ্দ মামলায় লোকায়ুক্ত পুলিশ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে। এফআইআর-এ প্রথম অভিযুক্ত হিসেবে সিদ্দারামাইয়া এবং তার স্ত্রী ও শ্যালককেও মামলার অন্যান্য আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

{link}

আরটিআই কর্মী স্নেহময়ী কৃষ্ণার দায়ের করা একটি ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত লোকায়ুক্ত পুলিশকে এই বিষয়ে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করার নির্দেশ জারি করেছিল।

{link}

বেআইনিভাবে মুখ্যমন্ত্রীর স্ত্রী বি এম পার্বতীকে (BM Parvathi) 14 টি জায়গা বরাদ্দ করার অভিযোগে কর্ণাটক হাইকোর্ট সিদ্দিরামাইয়ার বিরুধে তদন্তে করার জন্য রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট যে আনুমতি দিয়েছিলেন , কর্ণাটক হাইকোর্ট তা বজায় রাখার পরেই এই এফআইআর।

{ads}

News Breaking news Politics Politician cm Karnataka Siddaramaiah BM Parvathi Wife FIR সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article