header banner

Bangladesh : ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ফের কি ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করছে বাংলাদেশ (Bangladesh)? ইউনূস (Muhammad Yunus) সরকারের নতুন পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে দক্ষিণ ত্রিপুরার উপর দিয়ে বয়ে চলা মুহুরি নদীর উপরে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ।

{link}

যার ফলে বর্ষার সময় ত্রিপুরার দক্ষিণ অঞ্চলে বর্ডার সংলগ্ন অংশে বন্যার আশঙ্কা বেড়ে গিয়েছে। শুধু তাই নয় এই বাঁধ নির্মাণ ভারতের নিরাপত্তার ক্ষেত্রেও বড় সমস্যা তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। এই ঘটনাকে কেন্দ্র করেই ভারত এবং বাংলাদেশের (India and Bangladesh) মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। শনিবার সিপিএম বিধায়ক দীপঙ্কর সেন এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে। তাঁর কথায়, মুহুরি নদীর উপরে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এবং ২০ ফুট উঁচু একটি বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ।

{link}

তিনি বলেন, "ইন্দিরা-মুজিব চুক্তি অনুসারে জিরো লাইনের ১৫০ ইয়ার্ডের মধ্যে কোনও দেশ কোনও রকম নির্মাণ কাজ করতে পারে না। কিন্তু এই বাঁধ যেখানে নির্মাণ করা হচ্ছে তা জিরো লাইন থেকে মাত্র ৫০ ইয়ার্ড দূরত্বে অবস্থিত। কোথাও কোথাও সেই দূরত্ব কমে হয়ে গিয়েছে ১০ ইয়ার্ড। এমনকি এই চুক্তি অনুসারে বাংলাদেশের আপত্তির কারণে দক্ষিণ ত্রিপুরায় একাধিক জল উত্তোলন প্রকল্পের কাজও আটকে রয়েছে।"

{ads}

News Breaking News India-Bangladesh সংবাদ

Last Updated :