শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এমন ঘটনা আগে কখনো ঘটেছে এমন খবর নেই। কেন এমন নগ্ন ঘটনা ঘটলো, তার সম্পূর্ণ উত্তর পাওয়া যায় নি। মুহূর্তে বিমানের একাধিক যাত্রী সেই দৃশ্য ভিডিও করে ভাইরাল করে দেন। উড়ান নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিমানটি। যাত্রীরা নিজেদের স্থানে বসেছেন। হঠাৎ বিমানের মধ্যে নিজের সব বস্ত্র খুলে নগ্ন অবস্থায় হাঁটতে শুরু করেন মহিলা যাত্রী। ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান সহযাত্রী থেকে বিমানকর্মীরা।
{link}
পরে বাধ্য হয়ে বিমানটিকে ফিরিয়ে আনা হয়। তরুণীর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সোমবার আমেরিকার (America) হিউস্টন (Houston) থেকে ফিনিক্স (Phoenix) উড়ে যাওয়ার জন্য উইলিয়াম পি হবি বিমানবন্দরে (William P. Hobby Airport) প্রস্তুত ছিল ফ্লাইট ৭৩৩। যাত্রীরাও উঠে গিয়েছিলেন। তখনই আচমকা ঘটে এই ঘটনা। যাত্রীরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। এক যুবতী সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছুটতে থাকেন। চিৎকার করে ককপিটেও ধাক্কা মারেন। প্রায় ২৫ মিনিট ধরে ওই অবস্থায় ঘুরতে থাকেন তিনি।
{link}
একযাত্রী বলেন, “ওই যুবতী আমাদের দিকে ঘুরে তাঁর সমস্ত জামা-কাপড় খুলে ফেলেন। তারপর ককপিটের কাছে গিয়ে তাকে ভিতরে ঢোকানোর জন্য চিৎকার করতে থাকেন।” আরও এক যাত্রী বলেন, “এটা খুব অস্বস্তিজনক ঘটনা।” শেষ পর্যন্ত বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে কম্বলে জড়িয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এক যাত্রী জানিয়েছেন, সেই সময় যুবতী পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। অনেকেই মনে করছেন, ওই যাত্রী মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন।
{ads}