header banner

Street Dogs: পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করা হোক! চিঠি ৫০ হাজার পশুপ্রেমীর

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগেই পথ কুকুরদের হাত থেমে দিল্লির রাস্তা মুক্ত করার জন্যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলো। তা নিয়ে সারা দেশের পশুপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছিলেন। এবার পশু প্রেমীদের সংগঠন শীর্ষ আদালতে লিখিত আবেদন করলেন। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, খেলার মাঠের মতো জায়গাগুলি একেবারে পথকুকুরমুক্ত করতে হবে। সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার পশুপ্রেমী চিঠি দিলেন সুপ্রিম কোর্টকে। জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। তাদের দাবি, পথকুকুরদের নিয়ে গত ৭ নভেম্বরের রায় পুনর্বিবেচনা করা হোক। 

{link}

  এই মর্মেই সবাইকে চিঠি পাঠাতে বলা হয়। সংগঠনটি জানিয়েছে, চেন্নাই- কন্যাকুমারী- ইম্ফল-সহ দেশের প্রায় সব শহর থেকেই মানুষজন অংশগ্রহণ করেছেন। শুধুমাত্র রাজধানী থেকেই প্রায় ১০ হাজার মানুষ সুপ্রিম কোর্টকে চিঠি পাঠিয়েছে। উল্লেখ্য, পথকুকুরের দৌরাত্ম্য প্রাণ ওষ্ঠাগত হয়েছিল দিল্লিবাসীর। একের পর এক কুকুরের কামড়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। পরিস্থিতি সামাল দিতে প্রথমে দিল্লির রাস্তা থেকে কুকুরদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তে বিতর্ক মাথাচাড়া দিলে দেশব্যাপী পথকুকুরদের সামলাতে নীতি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে কুকুরদের প্রতিষেধক ও বন্ধ্যাত্বকরণে জোর দেওয়া হয়। শেল্টার হোমে বন্ধ্যাত্বকরণের পর ওই এলাকাতেই কুকুরদের ফেরানোর কথা বলা হয়।

{ads}

Stray Dogs Supreme Court Street Dogs News Bengali News Indian Street Dogs পথকুকুর সুপ্রিম কোর্ট রায় খবর সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article