header banner

Budget 2025 : আয়কর নিয়ে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো আয়কর (income tax) নিয়ে বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর (Finance Minister)। আগে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। এবার সেই সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হল। অর্থাৎ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না আয়কর। ১২ লক্ষ টাকার অতিরিক্ত হলেই আয়কর।

{link}

নতুন আয়কর কাঠামো হলো - ০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- কোনও কর নেই। ৪ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ৫ শতাংশ আয়কর। ৮ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ১০ শতাংশ আয়কর।

{link}

১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২০ শতাংশ আয়কর। ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে- ২৫ শতাংশ আয়কর। ২৪ লক্ষ টাকার উপরে আয়ে- ৩০ শতাংশ আয়কর।

{ads}

News Breaking News Finance Minister Nirmala Sitharaman income tax Budget 2025 সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article