শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসের ( Covid-19) স্মৃতি এখনো জ্বল জ্বল করছে মানুষের মনে। বিশেষজ্ঞদের ধারণা সেই ভাইরাস ছড়িয়েছিল চিনের (China) ইউহান প্রদেশ থেকে। এবার আরেকটা নতুন ভাইরাসের খোঁজ। যা অনেকটাই সার্স-কোভ-২ অর্থাৎ করোনা ভাইরাসের এর মতোই বলছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এই ভাইরাস মানব শরীরেও ছড়িয়ে পড়তে পারে বলে বলেও আশঙ্কা প্রকাশ বিজ্ঞানীদের। একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চিনের গুয়ানঝাউয়ের গবেষণাগারে নয়া এই ভাইরাসের (China Bat Virus HKU5-CoV-2) খোঁজ মিলেছে। আর এই খবর সামনে আসতেই আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে কার্যত গোটা বিশ্বের আকাশেই।
{link}
নতুন করে বিপদ আছড়ে পড়বে না তো? সেই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে বিজ্ঞানীদের। জানা যাচ্ছে, করোনা অনুরূপ নয়া এই ভাইরাসের নাম HKU5-CoV-2। সম্প্রতি নয়া এই ভাইরাস নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন চিনা গবেষকরা। সেই তালিকায় আছেন ভাইরোলজিস্ট জি ঝেঙ্গলি। অনেকেই তাঁকে "Batwoman" বলেও চেনেন। মূলত করোনা সংক্রান্ত গবেষণার জন্য বিশেষ ভাবে পরিচিতি রিওয়েছে জি'এর। গোটা টিম নয়া ভাইরাসটিকে পরীক্ষা করেছেন। জি ঝেঙ্গলির দাবি, প্রাথমিক ভাবে নয়া Virus HKU5-CoV-2 টি সার্স-কোভ-২-এর মতোই। মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে বলেও দাবি বিজ্ঞানীদের। এই সংক্রান্ত গবেষণা সম্প্রতি 'সেল'নামক এক সায়েন্স ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। আর তা সামনে আসতেই নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।
{link}
নয়া Virus HKU5-CoV-2 এর কারণে ফের একবার বিপদের মুখে পড়বে না তো? এমন চিন্তায় গ্রাস করেছে এখন বিজ্ঞানীদের। বলে রাখা প্রয়োজন, হংকংয়ে জাপানি পিপিস্ট্রেল বাদুড়ের মধ্যে প্রথম HKU5-CoV-2 ভাইরাসটি পাওয়া যায়। বলে প্রয়োজন, চিনের মাটিতে গত ২০১৯ সালে প্রথম করোনা ভাইরাসের হদিশ মেলে। সেখানে একের পর এক মানুষ এই রোগএ আক্রান্ত হন। কার্যত মৃত্যু মিছিল চলে। কিন্তু ভাইরাসের ভয়াবহতার কথা চিন কাউকে জানতে চায়নি। আর যখন প্রকাশ্যে আসে তখন অনেকটাই দেরি হয়ে যায়। পরিস্থিতি এতটাই উদ্বেগের জায়গায় পৌঁছে যায় যে মহামারী ও অতিমারীর আকার নেই। এই নতুন ভাইরাস নিয়ে নতুন করে চিন্তায় ফেলেছে বিশ্ববিজ্ঞানীদের।
{ads}