শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অনেকে বলবেন, এটা ভগবানের মার। পাকিস্তানের (Pakistan) মদতে জঙ্গিদের হাতে নিরীহ ২৬ জনের প্রাণ গেছে। আর তার পরেই এই ঘটনা। দাউদাউ করে আগুন জ্বলে উঠল পাক বিমানবন্দরে। যার জেরে বাতিল হল সব উড়ান। এলাকায় ছড়াল চাঞ্চল্য।
{link}
সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে। জানা গিয়েছে, লাহোরের আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে (Allama Iqbal International Airport) আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে শনিবার। দেখা যায়, বিমানবন্দরে অবতরণ করতে থাকা পাক সেনার এক বিমানের টায়ারে আগুন লেগেছে। দ্রুত সেখানে পৌঁছয় দমকলের ইঞ্জিন।
{link}
সেই সময় রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে সব উড়ান। বিমানটি জ্বলন্ত চাকা নিয়েই অবতরণ করেছিল। জানা গিয়েছে, লাহোর বিমানবন্দর থেকে ঘোষণা করা হয়েছে যে, আপাতত কোনও বিমান যেমন ছাড়বেন না, তেমনই যে বিমানগুলির নামার কথা তাদেরও গতিপথ বদলে অন্যত্র যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। কীভাবে বিমানের চাকায় আগুন লাগল তা এখনও জানা যায়নি।
{ads}