header banner

Pakistan : নিয়ন্ত্রণরেখায় ফের গুলি, পরিস্থিতি উত্তপ্ত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাকিস্তান (Pakistan) কিছুতেই সোজা হওয়ার নয়। তারা ইতিমধ্যে ভারতের সঙ্গে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করেছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের ওপর হামলা পাক সেনার। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণরেখা বরাবর এই হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে প্রাথমিক ভাবে। এই হামলার যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনাও।

{link}

ঘটনায় এখনও ভারতীয় দিকে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত থেকে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক স্থানে গুলি চালায় পাক সেনা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, 'পাকিস্তানের উদ্যোগে নিয়ন্ত্রণরেখার কয়েকটি জায়গায় ছোট অস্ত্র থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে।' এদিকে সেই গোলাগুলির কার্যকরী জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র। প্রসঙ্গত, শুক্রবারই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শ্রীনগর ও উধমপুর সফরে যাচ্ছেন। এই সফরে তিনি কাশ্মীর উপত্যকায় মোতায়েন ঊর্ধ্বতন সেনা কমান্ডার এবং নিরাপত্তা সংস্থার অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

{link}

কশ্মীর সফরকালীন সেনাপ্রধান বর্তমান নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর সাম্প্রতিক সংঘর্ষবিরতি লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। এরই মাঝে পাকিস্তান সেনাবাহিনী এই গুলি চালিয়েছে। এরই মাঝে পাকিস্তানের সাথে ভারত সংঘর্ষ বিরতি চুক্তি স্থগিত করে দিতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। এরই মধ্যে পাক মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপও জারি আছে কাশ্মীরে। ২৪ এপ্রিলই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে শহিদ হন ভারতীয় সেনার হাভিলদার ঝন্টু আলি শেখ।

{ads}

News Breaking news Pakistan Jammu and Kashmir সংবাদ

Last Updated :