শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দেখতে আর পাঁচজন বাঙালির মতো। বিশেষ কোনো বিশেষত্ব নেই। কিন্তু তবুও BSF এর কেমন যেন সন্দেহ হয়! ঘটনাটি ঘটেছে বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত ফরাজীপাড়া এক নম্বর বিওপিতে।
{link}
বিএসএফ সূত্রে খবর, জলঙ্গীর ১৪৬ নম্বর ব্যাটেলিয়ান ফরাজীপাড়া বিওপি এক নম্বর পয়েন্ট সীমান্ত এলাকায় টহলদারি চলছিল। সেই সময় এক যুবক মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। তাঁকে দেখে সন্দেহ হয়। এরপর আটক করে তাঁকে। অভিযুক্তের কাছ থেকে তল্লাশি চালিয়ে তার জুতোর ভিতর থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। তাকে দেখে কিছুই বোঝার উপায় ছিল না। কিন্তু BSF এর দক্ষ অফিসারদের চোখ সে ফাঁকি দিতে পারে নি।শুধুই সোনার বিস্কুটই নয়, সঙ্গে পাওয়া গেছে একটি মোবাইল ফোন, ভারতীয় ৭৪০ টাকা ও তার পরিচয় পত্র। পাশাপাশি একটি বাইক উদ্ধার করা হয়েছে।
{link}
এরপর তাকে গ্রেফতার করে বিএসএফ। কার্যত, বাংলাদেশ থেকে সোনা ভারতে নিয়ে আসার ছক ভেস্তে দেয় জলঙ্গির ১৪৬ নম্বর ব্যাটালিয়ন। বিএসএফ সূত্রে ধৃত যুবকের নাম আমিনুল মোল্লা। তিনি জলঙ্গি ব্লকের বাসিন্দা।
{ads}