শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রতি দুমাস পর পর গ্যাসের দামের মূল্যায়ন হয়। এবার আজ বাজেট প্রকাশের আগেই গ্যাসের দাম কমার ঘোষণা। শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তার আগে মধ্যরাত থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG gas cylinder) নয়া দাম কার্যকর হয়ে গেল। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমলেও তা অনেকটা নয়। বরং সামান্য কমেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দর। চারটি মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি ‘লাভ’ হয়েছে দিল্লির।(Delhi)
{link}
রাজধানীতে প্রতিটি সিলিন্ডারের দাম কমেছে সাত টাকা। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে মুম্বইয়ে ১৯ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১,৭৪৯.৫ টাকা। জানুয়ারিতে সেটা ১,৭৫৬ টাকা ছিল। আবার জানুয়ারিতে চেন্নাইয়ে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯৬৬ টাকা। সেটা ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকায় ঠেকেছে। বাকি দুটি মহানগরের মধ্যে জানুয়ারিতে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯১১ টাকা। সেটা পয়লা ফেব্রুয়ারি থেকে কমে ১,৯০৭ টাকা হল। অর্থাৎ চার টাকা কমেছে দাম। আর সবথেকে বেশি সাত টাকা দাম কমেছে দিল্লিতে।
{link}
জানুয়ারিতে যেখানে ১৯ কেজি এলপিজি গ্যাসের দাম ছিল ১,৮০৪ টাকা, সেখানে ফেব্রুয়ারিতে কমে ঠেকেছে ১,৭৯৭ টাকায়। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ হোটেল-রেস্তোরাঁর রান্নার কাজে বা অন্য কোনও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। বাড়িতে যে ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়, সেটার দাম অবশ্য অপরিবর্তিত আছে। আর সেটা শুধু ফেব্রুয়ারিতে নয়। অনেকদিন ধরেই ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডার দামের হেরফের করা হয়নি। ইন্ডিয়ান অয়েলের তালিকা অনুযায়ী, ফেব্রুয়ারিতে দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হল যথাক্রমে ৮০৩ টাকা, ৮২৯ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা। যাঁরা ভর্তুকি পান, তাঁদের কম দামেই গ্যাস পাবেন। উজ্জ্বলা যোজনার আওতায় যাঁরা আছেন, তাঁরা কম দামে গ্যাস পেয়ে থাকেন।
{ads}