header banner

China : ভারতের দলাই লামাকে শুভেচ্ছা দেওয়া ভুল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama) তেনজিংকে ৯০ তম জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী (Modi) শুভেচ্ছা জানিয়েছেন। আর তাতেই ক্ষেপে গিয়েছেন চিন (china)। সোমবার এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে প্রতিবেশী দেশের তরফে। দলাই লামাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ উল্লেখ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও বিশেষ সমারোহে ভারতীয় আধিকারিকদের যোগ দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে চিন।

{link}

এই ইস্যুতে সোমবার চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং (Mao Ning) জানান, ভারতের তিব্বত সম্পর্কিত সংবেদনশীলতা বোঝা উচিত। একইসঙ্গে দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী বলে মেনে নেওয়া উচিত। তিব্বত ইস্যুতে চিনের অবস্থান একেবারে স্পষ্ট।সরাসরি দলাই লামাকে নিশানায় নিয়ে নিং বলেন, “১৪ তম দলাই লামা বর্তমানে রাজনৈতিক নির্বাসনে রয়েছেন। এবং দীর্ঘদিন ধরে ধর্মের আড়ালে জিজাং (চিন তিব্বতকে এই নামেই ডাকে)কে চিন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছেন। ভারতের উচিত জিজাংয়ের সংবেদনশীলতা বোঝা এবং দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী ঘোষণা করে চিনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা।” শুধু তাই নয়, ভারতকে এই ইস্যুতে আরও বিচক্ষণতা দেখানোর বার্তা দেওয়া হয়েছে চিনের তরফে।

{link}

রবিবার দলাই লামার জন্মদিন উপলক্ষে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে আমিও দলাই লামার ৯০তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তিনি প্রেম, করুণা, ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার এক স্থায়ী প্রতীক। তাঁর বার্তা সকল ধর্মের মানুষেকে অনুপ্রাণিত করে তুলেছে। আমরা তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।’ আর এতেই ক্ষেপে গিয়েছে চিন।

{ads}

 

News Breaking News Dalai Lama Modi china সংবাদ

Last Updated :